সিলেটপোস্ট ডেস্ক::সিলেট-৩ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব এম আব্দুল মালিক পূর্ণভূমি সিলেট আগমন উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার একটি অভিজাত সেন্টারে আব্দুল মালিক ১নম্বর সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের সভাপতি সৈয়দ খিজীর হোসেন এনুর সভাপতিত্বে ও সংগঠনিক সম্পাদক জালাল আহমেদ হৃদয়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশাহীদ তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য ডেবন বিএনপির সহ-সভাপতি মিঠু মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা আক্তার হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা শফিক মিয়া, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সালমান আহমেদ রুবেল, জেলা যুবদলের সহ-সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মির্জা মাসুম, মো. আহাদ, রাজীব বেপারী, আব্দুর রহিম, মো. জাহাংগীর, জামির, ফাহাদ, রুনেল, ফয়েজ, মিছবা, সাজু আহমেদ, আলামিন, কালাম, কাবিল, মাহিন প্রমুখ।