সিলেটপোস্ট ডেস্ক::কানাইঘাট উপজেলাধীন সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাজিদ মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে লিখিত অভিযোগ করা হয়।
লিখিত অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বলেন, কানাইঘাট উপজেলাধীন সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাজিদ মিয়া গত ১৫ বছর যাবৎ ম্যানেজিং কমিটির নির্বাচন না দেওয়া, ছাত্র-ছাত্রীদের খারাপ
রেজাল্ট, স্কুলে অন্যায়ভাবে আবাসনের ব্যবস্থা রাখা, কোনো প্রকার অডিট না করা,বিদ্যালয়ে বিগত ১০ বছরের আয়-ব্যয়ের হিসাব না দেওয়াসহ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের আলোকে শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের জোরপূর্বক প্রতিষ্ঠানের বাইরে কোচিং করানোসহ নানা অনিয়ম করে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে লিখিতভাবে জানতে চাইলে তিনি কোনো জবাব দিতে না পেরে স্বেচ্ছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থাকে লিখিতভাবে পদত্যাগ করেন।
এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাজিদ মিয়ার পরিবারের লোকজন আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন। এতে সুরমা উচ্চ বিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগপত্র দেওয়ার পরও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমলে না নেওয়ায় আতংক আরো তীব্রতর হয়েছে। ফলে যেকোনো সময় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীসহ সাবেক শিক্ষার্থী আর পদত্যাগকারী শিক্ষকের অনুসারী সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
এছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাজিদ মিয়া তার অনুসারী শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে নিষেধ করেছেন বিধায় শিক্ষার্থীরাও ভয়ে গত দুইদিন থেকে বিদ্যালয়ে আসা থেকে বিরত রয়েছে।
সিলেটের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ প্রদানের সময় উপস্থিত ছিলেন সুরমা উচ্চ বিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ফয়জুল হাসান মাহমুদ হাসান আবিদ, রেজওযান আহমদ, রাসেল আহমদ তারিকুল ইসলাম, আলী আদুল্লাহ, উমর আলী, জসিম উদ্দিন, শাহিনুর রহমান,জহিরুল ইসলাম, আবু সালিম. আবু তাহের, আজহারুল ইসলাম, ইসলাম উদ্দিন, আবু ইসরান, আবুল হাসান, ছাইম আহমদ, আজাদুর রহমান, মামুনুর রশিদ, আফতাব উদ্দিন, আব্দুল্লাহ আশরাফ ছাদ, মাহফুজ আহমদ, সুলতান আহমদ, মুত্তালিব আহমদ, অলিদ আহমদ,আকিব আহমদ, তালহা আহমদ, বেলাল আহমদ, নাহিয়ান আরিফ, আরিফুল ইসলাম হৃদয়, মারওয়ান আহমদ, লাকি আহমদ, মুস্তাকিম আহদ,শাহিন আহমদ, কাওছার আহমদ, সালেহ আহমদ, নিজাম উদ্দিন, সাবের আহমদ,নাহিদ আহমদ, তাদিল মোহাম্মদ নিজাম, শিমুল আহমদ, রেজওয়ান আহমদ, সিদ্দিকর রহমান, অহিদ আহমদ প্রমুখ।