দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি::সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলায় ৯ টি ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি- সেক্রেটারিদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) উপজেলার এক কমিনিউটি হলে দিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সুনামগঞ্জ- ৫( ছাতক-দোয়ারবাজার)আসনে এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী,ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ,সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা সদস্য মাও আব্দুস সাত্তার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সভাপতি লুৎফুর রহমান দুলাল।
সমাবেশে বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সকল মানুষের কল্যাণে কাজ করতে হবে, সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘৃণ্য পরাজিত গোষ্ঠীর অপতৎপরতা বিষয় সকলকে সচেতন থাকতে হবে। দোয়ারাবাজার উপজেলার যারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার পরিবর্তে বিপদের কারণ হয়ে দাঁড়াবে তাদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ওয়ার্ডের সকল পাড়া-মহল্লায় সংগঠন মজবুত করতে হবে’।
দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদের সভাপতি অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রটারি মাও দেলোয়ার হোসাইন।
এসময় উপজেলা জামায়াত, ইউনিয়ন জামায়াত ও ওয়ার্ড জামায়াতের অন্যান্য দায়িত্বশীল প্রমুখ উপস্থিত ছিলেন।
পঠিত : 84