সিলেটপোস্ট ডেস্ক::স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, পড়াশোনার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রম শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলে। এছাড়া, প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে শিক্ষার্থীদের যথাযোগ্যভাবে গড়ে তুলতে এর বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় আমরা অলিম্পিয়াড থেকে শুরু করে বিভিন্ন ধরনের কো-কারিকুলার এক্টিভিটিজের আয়োজন করে যাচ্ছি। তিনি বলেন, স্কলার্সহোম তার পরিবারের সকল সদস্যকে বিশ্বায়নের যুগে তাল মিলিয়ে চলতে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমরা আশা করব এই তরুণেরা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সম্মান বয়ে আনবে।
মঙ্গলবার (০৮ অক্টোবর) স্কলার্সহোম মেজরটিলা কলেজ অডিটোরিয়ামে বিজ্ঞান সপ্তাহ-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন- অনুষ্ঠানের আহ্বায়ক পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার এবং কলেজ শাখার একাডেমিক ইনচার্জ ও রসায়ন বিভাগের প্রধান প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।
উল্লেখ্য গত সপ্তাহে আড়ম্বরপূর্ণ পরিবেশে বিজ্ঞান সপ্তাহ-২০২৪ আয়োজিত হয়। বিজ্ঞান সপ্তাহের আয়োজনে ছিল সায়েন্স ফেয়ার, বায়োলজি অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, ক্যামিস্ট্রি অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়। পরে অধ্যক্ষ ফয়জুল হক তাদের হাতে পর্যায়ক্রমে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। এছাড়াও প্রতিযোগীদের উৎসাহিত করতে দলভিত্তিক ইভেন্টগুলোকে প্রাইজ মানি প্রদান করা হয়। এতে ৩৫০ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয় এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে ‘সার্টিফিকেট অব পার্টিসিপেশন’ প্রদান করা হয়। অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।