সিলেটপোস্ট ডেস্ক::অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গতকাল সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী’র সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন শাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন শামীমা আক্তার জিনু, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অনকলোজি বিভাগের আইএমও ডা. এজাজ উদ্দিন সানি, খোজারখলা সরকারি প্রাতমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, সহকারি শিক্ষক রুনী বেগম, তাহমিনা আক্তার তুলি, সীমা বালা দেবী, মিতু রায়, সীমা দেব নাথ, মোছাঃ ফাহমিদা বেগম, সন্ধানী জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মোহাম্মদ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব শান্ত, বরাত আহম্মেদ নিলয়, ফাতেমা বেগম, দীপান্নিতা সেন, মোহাম্মদ বোরহান, নীলিমা নওরীন নীলা, তাসনুভা শাহনাজ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজের রক্তের গ্রুপ জানা প্রত্যেক ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। রক্তের গ্রুপ জানা থাকলে যেকোন সময় মুমূর্ষূ রোগীদের প্রয়োজনে রক্তদান করা যায়। একই সাথে নিজের বিপদেও সহজে রক্ত সংগ্রহ করা যাবে। বক্তারা বলেন, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিনাম্যল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করেছে লায়ন্স ক্লাব। বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান করা একটি মহতী কাজ। রক্তদান করলে শরীরের কোন ক্ষতি হয়না, বরং অনেক উপকার পাওয়া যায়। তাই প্রয়োজনে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত।