সিলেটপোস্ট ডেস্ক::শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সিলেট নগরীর ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর যুবদলের সাবেক আহবয়ক কমিটির সদস্য ওসমান গনিসহ বিভিন্ন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে যুবদলের নেতৃবৃন্দ।
পূজামন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক আহবয়ক কমিটির সদস্য ওসমান গনি , জেলা ছাত্রদলের সভাপতি শিহাব কান , মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম-সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।
পুজামন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব।সকল মানুষের অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর হয়ে উঠুক তা আমাদের সবার প্রত্যাশা।