সিলেটপোস্ট ডেস্ক::দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের শিববাড়ি মহামায়া পূজা মণ্ডপ পরিদর্শন করছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
শনিবার (১২ অক্টোবর) পরিদর্শন কালে পূজা মণ্ডপে পিনাক করের সভাপতিত্বে পূজা কমিটির সাধারণ সম্পাদক জলক দেবের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্যে প্রদান কালে ইমদাদ চৌধুরী বলেন, অতীতে যেমন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে আগামীতেও আমরা আপনাদের সঙ্গে থাকব। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অশুভ শক্তির পতন হয়েছে। মানুষে মানুষে ভাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসাকে দূর করে ভালোবাসার প্রেমের সমাজ নির্মাণ করার জন্য। আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমেদ মুকুল, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি মোতাহের আলী জিহাদ, মিসবাহ উদ্দিন মোল্লা, জুমান আহমেদ, সিলেট মহানগর বিএনপি’র সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রাসু, ২৭ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মঞ্জুর চৌধুরী, আহসান হাবীব, রাজু আহমেদ, রুপক কর, প্রদীপ দে, প্রদীপ কর, সুবোধ চন্দ, বিএনপি নেতা জাকির হোসেন পারভেজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু মোতাক্কাবির চৌধুরী সাকি প্রমুখ।