সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তিনি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠকও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়য়ে ভুমিকা রাখায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।
তিনি এক বিবৃতিতে দ্রুত সংস্কারকাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন করার জন্য অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহবান জানান।
এদিকে একাদশ বিশ্ব বাকু ফোরামে বিশেষ বক্তা হিসেবে ভাষণ দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।