সিলেটপোস্ট ডেস্ক::এবার ২০২৪ সালের এইচ.এস.সি পরীক্ষায় সিলেট কমার্স কলেজ কৃতিত্বপূর্ণ সাফল্য পেয়েছে। কলেজ থেকে মোট ১৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ‘অ+’ ০৮ জন, ‘অ’ ১৪৩ জন, ‘অ-’ ৩৪ জন এবং ‘ই’ পেয়েছে ৬ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কুলাউড়া ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মনির, মুহিবুর রহমান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর মো. ফরিদ আহমদ, ইংরেজি বিভাগের শিক্ষক অসীম কুমার রায়, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক সজীব দত্ত।
ফলাফল প্রকাশের পর কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। এমন অভূতপূর্ব সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান এবং সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ হারুন মিয়া।