সিলেটপোস্ট ডেস্ক::এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান দখল করেছে দক্ষিণ সুরমার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ। পাশের হার শতভাগ না বললে কার্পণ্য করা হবে এই কলেজের প্রতি। ৯৯.১৩ পার্সেন্ট পাস করে উপজেলা পর্যায়ে সব কলেজকে টপকে সেরাদের সেরা নির্বাচিত হয়েছে দক্ষিণ সুরমার অন্যতম এই নারী শিক্ষা প্রতিষ্ঠান। ২০০২ সালে মাত্র ১১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই কলেজের এমন সাফল্যে উচ্চশিত সবাই। কলেজের ৫শ ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫শ ৭০ জনই উত্তীর্ণ হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ৪৯ জন শিক্ষার্থী। সিলেটে উপজেলা পর্যায়ে কোন নারী শিক্ষা প্রতিষ্ঠানে এত সংখ্যক জিপিএ ৫ অর্জন এই প্রথম ।
এমন নজর কাড়া ফলাফলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খান বলেন- কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সুনজর, কলেজের কো-ফাউন্ডার বেগম লতিফা চৌধুরীর সার্বিক দিক নির্দেশনা এবং কলেজের তারুণ্য দীপ্ত এক ঝাঁক শিক্ষকমন্ডলির নিরলস প্রচেষ্টার ফসল এই ফলাফল। গ্রামীণ জনপদে একটা সুশৃংখল অত্যাধুনিক পরিবেশে মেয়েরা সঠিক দিকনির্দেশনা পেয়েছে। অভূতপূর্ব এই ফলাফলের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যক্ষ আমিরুল আলম খান।
আর কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এমপি আলহাজ্ব শফি এ চৌধুরী কৃতিত্বপূর্ণ এই ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।