সিলেটপোস্ট ডেস্ক::দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। সাদা পোষাকে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে কিপার-ব্যাটার জাকের আলির।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সোমবার বেলা দশটায়।
উইকেটের কথা মাথায় রেখে এক পেসার হাসান মাহমুদকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বিভাবে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ছাড়াও আছেন মেহেদি হাসান।
জাকের আলী টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার–ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশের ১০৫তম টেস্ট ক্রিকেটার তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৪ শতক ও ১৯ ফিফটিতে ২ হাজার ৮৬২ রান আছে তার।
চোট কাটিয়ে একাদশে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।
আগের দিন স্টেডিয়াম এলাকায় চলেছে সাকিব আল হাসানের পক্ষে-বিপক্ষে লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া। এ কথা মাথায় রেখেই আজ রাখা হয়েছে স্টেডিয়ামের আশেপাশে এলাকায় ব্যাপক নিরাপত্তা। এককথায় নিরাপত্তার চাদরে ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বিপুল নিরাপত্তার মধ্যেই মাঠে এসেছে দুই দল।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও নাঈম হাসান।