বিশ্বনাথে আলমাছ আলী ও ছালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ
প্রতিযোগিতার শুরুতেই দোয়া পরিচালনা করেন কামালবাজার ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মাওলানা একেএম মনোওর আলী। তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আজম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমাছ আলী ও ছালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা পর্ষদের উপদেষ্ঠা হাফিজ আব্দুল কাদির, আব্দুল হামিদ, আকলিছ আলী, হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুক আহমদ, কামাল বাজার ইসলামী ব্যাংক আউটলেটের কর্মকর্তা আনোয়ার হোসেন, কামালবাজার ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, সমাজসেবক মো. রেদওয়ান হোসেন, অলংকারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া, সাবিলিল্লাহ প্রজেক্টের অন্যতম সদস্য খায়রুল আমিন, নুরুজ্জামান, মনসুর আলী, আহমদ আলী, বুরহান উদ্দিন, ইউসুফ আলী, হোসেন আহমদ, সুলতান আহমদ, দিলওয়ার হোসেন, মাসুদ মিন্টু, আলী আহবাব মাছুমসহ প্রতিযোগিদের অভিভাবক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিন গ্রুপে ৩৯জন বিজয়ী প্রতিযোগিকে লাখ টাকার পুরুস্কারসহ ক্রেস্ট ও সম্মাননা প্রদান করবে যুক্তরাষ্ট্র প্রবাসী আলমাছ আলী প্রতিষ্ঠিত সাবিলিল্লাহ প্রজেক্ট। পাশাপাশি অংশ নেয়া প্রত্যেক প্রতিযোগিকেও পুরুষ্কৃত করা হবে জানান আয়োজকরা।-