সংবাদ শিরোনাম
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «   সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ  » «   সংস্কার ও নিত্যপণ্য সহনীয় করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে-মকসুদ হোসেন  » «   স্বৈরশাসক শেখ হাসিনার গুম-খুনসহ সব অপকর্মের বিচার এ দেশেই হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন  » «  

‘মুল্লুক চলো’- রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

abulআবুল হুসেন চৌধুরী:শোষণ, বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন আর অধিকারহীন দাসত্বময় জীবন-যাপনের নির্মমতা থেকে মুক্তির লড়াইয়ের এক গৌরবময় রক্তাক্ত সংগ্রামের ইতিহাসের দিন ২০ মে। ৯৪ বছর আগে চা শ্রমিকরা শাসকের বুলেটের সামনে বুক পেতে দিয়ে অমর করে গেছেন এই দিনটি। পূর্বপুরুষদের সেই আত্মত্যাগকে স্মরণ করে চা শ্রমিকরা ‘মুল্লুক চলো’ অভিযাত্রাকে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায়, শপথ নিচ্ছে মানুষ হিসেবে বাঁচার অধিকার প্রতিষ্ঠার।
জানা গেছে, উনবিংশ শতাব্দির প্রথম ভাগে ভারতে চা শিল্পের সূচনার মধ্য দিয়ে ভারত বর্ষে নতুন এক বাণিজ্যের দ্বার উন্মোচত হয়ে। সে ধারাবাহিকতায় ১৮৫৪ সালে সিলেটে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম বাণিজ্যিক ভাবে চা উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর সাথে সাথে ব্রিটিশরা চায়ের লাভ ও ভবিষ্যৎ চিন্তা করে খুব দ্রুত চা বাগানের সংখ্যা বাড়াতে থাকে। তখন প্রচুর সংখ্যক চা শ্রমিকর চাহিদা দেখা দেয়। সেই শ্রমিক চাহিদার যোগান দিতে ব্রিটিশ বাগান মালিকরা দক্ষিণ ও মধ্য ভারতের অনুর্বর ও দারিদ্রপীড়িত অঞ্চল উড়িষ্যা, মাদ্রাজ, বিহার, মধ্যপ্রদেশ, আসাম, মিজোরামসহ আশপাশের এলাকা থেকে অভাবপীড়িত হাজার হাজার কৃষক-মজুরদের ‘গাছে ঝাঁকি দিলে টাকা পড়ে’ আর ‘কোদাল দিয়ে কোপ দিলে সোনা বেরোয়!’ এমন মিথ্যা প্রতিশ্র“তি দিয়ে এদেশে এনে ছেড়ে দেয় গহীণ অরণ্যে। সেই থেকে চা শ্রমিকদের নিপীড়ন আর বঞ্চনার ইতিহাস শুরু। ৯৪ বছর পর আজো চা শ্রমিকরা পূর্বপুরুষের আত্মদানে কি পেয়েছেন, সে প্রশ্নের জবাব খুজে পান না!
তৎকালীণ সময়ে শুধু বাগান মালিক নয়, অসহায় ও বঞ্চিত এসব চা শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে শোষণ করতে তৈরী হয় ‘ওয়ার্ক ম্যান্স ব্রিচ অব কনট্রাক্ট অ্যাক্ট’ নামে একটি অমানবিক আইন। যে আইনে বলা হয় কোন চা শ্রমিক চুক্তি ভঙ্গ করে বাগান থেকে চলে যেতে চাইলে, তা হবে শাস্তিযোগ্য অপরাধ। শুধু তাই নয়, চা শ্রমিকদের গ্রেফতারের অধিকারও বাগান মালিকদের দিয়ে ছিলো সে আইন। তাই আজো চা শ্রমিকরা নিজের মাটিতে নিজেদের পরাধীন মনে করে।
এ ব্যাপারে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে চা শ্রমিকরা সক্রিয় অংশগ্রহণ করেন। তাদের অনেকে শহীদ হয়েছেন। কিন্তু আজো কি আমরা স্বাধীন হতে পেরেছি। আমাদের নিজস্ব ভূমি অধিকার নেই, নেই বেতন কাঠামো। আমাদের শ্রমিকরা দৈনিক ৬৯ টাকা মজুরী পায়। কিন্তু বাংলাদেশের অন্যান্য সেক্টরে যে মজুরী দেওয়া হয় তার ধারেকাছেও আমাদের মজুরী নয়। আমরা মজুরী ৩শ টাকার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি।
মালনীছড়া চা বাগানের রাগীব-রাবেয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদেশ মুদি জানান, এখানকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। ৬৯ টাকার মজুরী দিয়ে সংসার চালানো যেখানে দায় সেখানে সন্তানের লেখাপড়া অনেক চা বাগানে আজো স্বপ্ন।
শ্রমিক-কর্মচারি ফেডারেশন, সিলেট জেলা শাখার সভাপতি সুশান্ত সিনহা সুমন বলেন, জঘন্য কালো আইন আর দাসত্বে চা শ্রমিকদের জীবন যখন ওষ্ঠাগত তখন তারা ‘মুল্লক চলো’-এর ডাক দিয়ে মাতৃভূমিতে ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ১৯২১ সালের ২০ মে প্রায় ৩০ হাজার চা শ্রমিক রেলপথ ধরে পায়ে হেঁটে চাঁদপুরের মেঘনা ঘাটে পৌঁছে। এ ‘মুল্লুক চলো’ আন্দোলনের নেতৃত্ব দেন পন্ডিত দেওশরণ ও পন্ডিত গঙ্গা দয়াল দীক্ষিত। মেঘনা ঘাটে পৌছার সাথে সাথে বাধা হয়ে দাঁড়ায় ব্রিটিশের গোর্খা সেনা। এসময় চা শ্রমিকরা বিদ্রোহ করলে গোর্খা সেনারা নির্বিচারে গুলি চালায়। এতে কয়েক শ’ চা শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়। লাশ যাতে পানিতে ভেসে না উঠে সেজন্য গোর্খা সেনারা চা শ্রমিকদের পেঠ কেটে নদীতে ডুবিয়ে দেয়।
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন, সিলেট জেলা শাখার আহ্বায়ক বীরেণ সিং বলেন, ২০শে মে’র চেতনা নিয়ে ‘চা শ্রমিক দিবসের’ রাষ্ট্রীয় স্বীকৃতি, ভূমির স্থায়ী মালিকানা, প্রতিটি বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাসপাতাল নির্মাণ করা এবং দৈনিক মজুরী ৩শ’ টাকায় উন্নীতকরণসহ বিভিন্ন দাবী নিয়ে ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.