প্রেস বিজ্ঞপ্তি : মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিলেট জেলা কমিটি অনুমোদন লাভ করেছে। সম্প্রতি সংগঠনের কেন্দ্রিয় সভাপতি আহমদ সাইফুল রহমান ছোটন ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ওই কমিটি অনুমোদন দেন।
৭১ সদস্যের কমিটিতে রয়েছেন, সভাপতি দেওয়ান মুরাদ হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান শিকদার রুমান, সহ-সভাপতি ইন্দ্র ভূষণ দাস (বিপ্লব), সেলাল আহমদ, নকুল দাশ, লিটন দাশ, জহির রায়হান, শাহেদ সারুখ অয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা হামিদ অভি, মাসুদ রানা, নিবাস দাশ, সৈকত দাশ, সাংগঠনিক রাসেল হোসেন, শাহিন আলম, মিন্টু সরকার, দেওয়ান আল আমিন রাজা চৌধুরী ও শাহ আলম এবং সদস্য এজেডএল জেবিন রুবা, ছালমা আক্তার প্রমুখ।
নব গঠিত কমিটির নেতৃবৃন্দ শনিবার এক বিজ্ঞপ্তিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে জেলা প্রজন্মলীগকে এগিয়ে নিতে কাজ করার আহবান জানান। এদিকে নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রজন্ম লীগের উপদেষ্টা দেওয়ান কয়েছ গাজী।