সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

চৌহাট্টায় পরিবহন শ্রমিক নেতাকে পিটিয়েছে পুলিশ, সড়ক অবরোধ

3নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর চৌহাট্টায় পুলিশ এক পরিবহন শ্রমিক নেতাকে পিটিয়ে আহত করেছে। এর প্রতিবাদে সিলেট-আম্বরখানা সড়ক আধা ঘন্টা সড়ক অবরোধ করে শ্রমিকরা। মঙ্গলবার বেলা বেলা ৫টায় নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে। পরে কোতোয়ালি থানার সহকারী কমিশনার সাজ্জাদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫ টায় নগরীর চৌহাট্টা কার ও মাইক্রোবাস স্ট্যান্ড-৪ এর সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান গাড়ি নিয়ে জিন্দাবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় চৌহাট্টা পয়েন্টে দায়িত্বরত কোতোয়ালি থানার এসআই অসিত গাড়ি চালক টিপু সুলতানকে সিগন্যাল দিয়ে আটকান। এ সময় টিপু সুলতানের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে এসআই অসিত গাড়ি থেকে টিপুকে নামিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এ খবর চৌহাট্টা কার ও মাইক্রোবাস স্ট্যান্ড-৪ এ পৌছলে পরিবহন শ্রমিকরা পয়েন্টে জড়ো হন। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে টিপু সুলতানকে নির্যাতনের খবরে চৌহাট্টা অন্যান্য স্ট্যান্ডের শ্রমিকরা মিলে চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন গৌরগোবিন্দের টিলার মুখে সড়ক অবরোধ করেন। এতে নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, নয়াসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানার সহকারী কমিশনার সাজ্জাদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে আলাপ করে চৌহাট্টা পয়েন্ট থেকে এসআই অসিতকে প্রত্যাহার করে নেন।
এ ব্যাপারে চৌহাট্টা কার ও মাইক্রোবাস স্ট্যান্ড-৪ এর শ্রমিকরা জানান, পুলিশের পিটুনিতে শ্রমিক নেতা টিপু সুলতান গুরুতর আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মেট্টোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, চৌহাট্টায় এক চালকের সাথে এসআই অসিত দুর্ব্যবহার করায় কিছুটা উত্তেজনা দেখা দেয়। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি। উর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.