প্রেস বিজ্ঞপ্তি : বিভিন্ন সময় দূর্ঘটনায় নিহত ১৫ জন চালকের পরিবারে আর্থিক অনুদান দিয়েছে সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার দুপুর ১ টায় দক্ষিণ সুরমা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে ওই আর্থিক অনুদান দেয়া হয়। সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল গফুর মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ট্রাফিক ইন্সনপেক্টর আবদুল মুকিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানার ওসি এসএম আতাউর রহমান ও ওসি (তদন্ত) সনজিত দাশ।
সভায় সভাপতির বক্তব্যে শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, শ্রমিকদের পরিশ্রমের সংগঠন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। এ সংগঠন শুরু থেকেই শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সিলেট জেলায় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় নিহত ১৫ জন চালকের পরিবারের পাশে দাড়াতে আমাদের এ উদ্যেগ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি আবদুস সালাম মিয়া, সহ-সভাপতি হাসমত আলী হাসু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন হীরা, সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মো. মানিক মিয়া, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য কানু মিয়া, লায়েছ মিয়া, আবদুল জলিল, আলী আহমদ, শরিফ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে নিহত ট্রাক চালক আবদুল্লাহ মিয়া, আশিক মিয়া, জব্বার মিয়া, রিংকু দেব নাথ, শাহিন মিয়া, রফিক মিয়া, রিয়াজ মিয়া, মতছির আলী, হেলাল আহমদ, রুস্তম আলী, আব্দুল আলীম, সুরত আলী, আবুল কামাল মিয়ার পরিবারসহ ১৩টি পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ৬০ হাজার টাকা এবং বিশেষ বিবেচনায় আহমদ আলী, কুটি মিয়া, কালা মিয়া, আলী হোসেন, ও ইসমাইল মিয়ার পরিবারকে ৫ হাজার করে আরও ২৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়।