সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

নিহত ১৮ ট্রাক চালক পরিবারকে অনুদান

6প্রেস বিজ্ঞপ্তি : বিভিন্ন সময় দূর্ঘটনায় নিহত ১৫ জন চালকের পরিবারে আর্থিক অনুদান দিয়েছে সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার দুপুর ১ টায় দক্ষিণ সুরমা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে ওই আর্থিক অনুদান দেয়া হয়। সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল গফুর মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ট্রাফিক ইন্সনপেক্টর আবদুল মুকিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানার ওসি এসএম আতাউর রহমান ও ওসি (তদন্ত) সনজিত দাশ।

সভায় সভাপতির বক্তব্যে শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, শ্রমিকদের পরিশ্রমের সংগঠন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। এ সংগঠন শুরু থেকেই শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সিলেট জেলায় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় নিহত ১৫ জন চালকের পরিবারের পাশে দাড়াতে আমাদের এ উদ্যেগ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি আবদুস সালাম মিয়া, সহ-সভাপতি হাসমত আলী হাসু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন হীরা, সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মো. মানিক মিয়া, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য কানু মিয়া, লায়েছ মিয়া, আবদুল জলিল, আলী আহমদ, শরিফ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে নিহত ট্রাক চালক আবদুল্লাহ মিয়া, আশিক মিয়া, জব্বার মিয়া, রিংকু দেব নাথ, শাহিন মিয়া, রফিক মিয়া, রিয়াজ মিয়া, মতছির আলী, হেলাল আহমদ, রুস্তম আলী, আব্দুল আলীম, সুরত আলী, আবুল কামাল মিয়ার পরিবারসহ ১৩টি পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ৬০ হাজার টাকা এবং বিশেষ বিবেচনায় আহমদ আলী, কুটি মিয়া, কালা মিয়া, আলী হোসেন, ও ইসমাইল মিয়ার পরিবারকে ৫ হাজার করে আরও ২৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.