সিলেটপোস্টরিপোর্ট:বিজ্ঞানমনস্ক, মুক্তমনা লেখক গণজাগরন মঞ্চ সিলেটের অন্যতম সংগঠক অনন্ত বিজয় দাশকে নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদে উদীচী সিলেটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী সিলেটের সভাপতি কবি একে শেরাম। উদীচী সিলেটের সহ-সভাপতি সৈয়দ মনির হেলাল এর সঞ্চালনায় সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন উদীচী সিলেটের সাধারণ সম্পাদক রতন দেব। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি শহীদুজ্জামান পাপলু, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি খায়রুল হাসান, গণজাগরন মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নারী মুক্তি সংসদের সভাপতি ইন্দ্রানী সেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড সিকন্দর আলী, অনন্ত বিজয় দাশের সহপাঠি ডা: বিদিতা দাশ, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, অনন্ত বিজয়ের হত্যাকান্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। যেভাবে হুমায়ুন আজাদকে হত্যা করা হয়েছিল ঠিক একই ভাবে ব্লগার রাজীব হায়দার, লেখক অভিজিৎ রায়, ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা করা হয়। তারই ধারাবাহিকতায় সর্বশেষ শিকার অনন্ত বিজয় দাস। সরকার আগের হত্যাকান্ডগুলো বিচার করতে ব্যার্থ হওয়ায় এক এক করে হত্যা করা হচ্ছে মুক্তবুদ্ধি সম্পন্ন লেখক ও ব্লগারদের। সরকার এই হত্যাকান্ডের দায় কোনভাবেই এড়াতে পারে না। হত্যাকান্ডের ৩ দিন পেরিয়ে গেলেও প্রশাসন এর কোন হত্যাকারীকেই গ্রেফতার করতে পারেনি। বক্তারা প্রশাসনের এই ব্যার্থতার তীব্র নিন্দা এবং অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশের সভাপতি কবি একে শেরামের বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনন্ত বিজয় দাশ হত্যাকন্ডের প্রতিবাদে উদীচী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৪, ২০১৫ | ৭:৪৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »