সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

মসজিদের টাকা তাই নেয়নি ডাকাতরা !

50সিলেট পোষ্ট রিপোর্ট  :  কথায় আছে না, ‘চোরে মানে না ধর্মের কাহিনী।’ তবে এটিকে উল্টিয়ে দিল ডাকাতি করতে আসা ডাকাতরা। একদল ডাকাত ডাকিত করতে এসে জানতে পারে ঘরে থাকা টাকা মসজিদের, তাই সেগুলো নেয়নি তারা।

তবে সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদের বাড়িতে ঢুকে ডাকাতরা নগদ টাকা, মার্কিন ডলার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ আশিকের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।

আশিক আহমদ জানান, বৃহস্পতিবার ভোর রাতে ১০-১২ জন ডাকাত প্রথমে তার ভাই আরিফ আহমদ সুয়েজের ঘরে প্রবেশ করে। তারা সুয়েজ ও তার স্ত্রীকে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। এরপর সুয়েজকে দিয়ে ডেকে দরজা খোলায় অপর ভাই সিজিল আহমদের ঘরের। ওই ঘর থেকেও একই কায়দায় লুট করে টাকা ও স্বর্ণালঙ্কার। সর্বশেষ আশিকের বড় ভাই আনসার আহমদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা।

তারা প্রায় ৭৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে ৪ লাখ টাকা, ১১শ মার্কিন ডলার ও কাগজপত্রসহ তিনটি মোটরসাইকেল নিয়ে যায় বলে জানান আশিক। সকালে দক্ষিণ সুরমা বাইপাস সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপর দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয় মৌলভীবাজার জেলা সদর ও শ্রীমঙ্গল থেকে।

ডাকাতরা অবশ্য যাওয়ার সময় আশিক আহমদের পরিবারের সদস্যদের বলে যায়, তারা মোটরসাইকেলগুলো রাস্তায় ফেলে যাবে এবং কাগজপত্র এসএ পরিবহনে করে পাঠিয়ে দেবে। কাউন্সিলর আশিক আরো জানান, বড়ভাই আনছার আহমদের ঘরে মসজিদের ৭০ হাজার টাকা রাখা ছিল। মসজিদের টাকা জানতে পেরে সেই টাকাগুলো ডাকাতরা নেয়নি।

এদিকে ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সাবেক কাউন্সিলর আশিক।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ডাকাতির ঘটনার ব্যাপারে কিছু সন্দেহ রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ডাকাতির ব্যাপারে নিশ্চিত হওয়া গেলেই মামলা নেয়া হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.