সিলেট পোষ্ট রিপোর্ট : নাটোরে ভুয়া চিকিৎসক মো. আব্দুল বারিকে ৬ মাসের জেল দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে নাটোরের ম্যাডিপ্যাথ ডায়াগনষ্টিক সেন্টারের মালিক মো. আব্দুর বারী নিজেকে একজন চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখেছিলেন।
এ খবরে নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত ঘটনা স্থলে গিয়ে রোগী দেখার বিষয়টি হাতেনাতে ধরেন।
সরকারি বিধান অনুযায়ী বিএমডিসি এর নিবন্ধনকৃত চিকিৎসক না হয়ে নিয়মিতভাবে রোগী দেখে নিজের নামে ডাক্তার পরিচয় লিখে পরামর্শ ফি গ্রহণ করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এসময় তার সঙ্গে ছিলেন, নাটোর আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শহিদুল হক সুমন।
আদেশ দেয়ার পরপরই তাকে পুলিশ হেফাজতে নাটোর জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়। তার পরিবারের লোকজন জানান, তিনি একজন পল্লী চিকিৎসক এবং প্যাডে সেই পরিচয় লিখেই মাঝে মাঝে রোগী দেখতেন।