সিলেট পোষ্ট রিপোর্ট :বলিউডের আলোচিত অভিনেত্রী এশা গুপ্তা। নিজের সৌন্দর্য্য আর আবেদনময়ী লুকের কারণে অন্যদের তুলনায় বেশ আলোচনায় এসেছেন এশা। ২০১২ সালে বলিউড ছবিতে নাম লেখান এ তারকা।তবে এবার আর বলিউড নয়। তেলেগু ছবিতে নাম লেখাতে যাচ্ছেন এ অভিনেত্রী। ছবিটিতে পরিপূর্ণ যৌন আবেদন নিয়ে পর্দায় আসছেন এশা। ছবিটির জন্য এরই মধ্যে এশার চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেছে।পাশাপাশি এ ছবিতে অভিনয়ের জন্য নিজেকে তৈরিও করে ফেলেছেন ২০০৭ সালের ফেমিনা মিস ইন্ডিয়া এশা গুপ্তা।জানা গেছে, নিয়মিত চর্চার পাশাপাশি মহড়ায় অংশ নিচ্ছেন তিনি। তেলেগুর এ ছবিতে থাকছে এশার রগরগে উপস্থিতি। পাশাপাশি ছবিতে তাকে নায়কের সাথে একাধিকবার অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে বলেও জানা গেছে।প্রথম ছবি ‘জান্নাত টু‘তে সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমীর সাথে তার রসায়ন দেখেই মুগ্ধ দর্শক।অভিষেক ছবিতে এশার দারুণ নৈপূণ্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলো। এরপর আর থেমে থাকতে হয়নি তাকে। ‘রাজ থ্রিডি’, ‘গোরি তেরি পেয়ার ম্যায়’, ‘হামসকলস’ ছবিগুলোতে দর্শক মাতিয়েছেন এশা।