সিলেটপোস্টরিপোর্ট:আকাশ সংস্কৃতির কারণে দেশে যৌন নির্যাতন বাড়ছে বলে মনে করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এই সংস্কৃতি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। জোটের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট তারানা হালিমসহ বিশিষ্ট দশজন নাগরিককে আনসারুল্লাহ বাংলা টিমের হত্যার হুমকির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।সাবেক এই বনমন্ত্রী বলেন, ছেলে-মেয়েরা অবাধে এমন সব ছবি দেখেছে যা তাদের দেখা উচিত নয়। আর এই সব নিষিদ্ধ ছবি দেখার কারণ তাদের মধ্যে বিকৃত মানসিকতার তৈরী হচ্ছে।আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ছেলে-মেয়েরা যাতে অবাধে এই সব নিষিদ্ধ ছবি দেখতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করুণ। যৌন হয়রানী সমূলে নির্মূল করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।বিশিষ্ট নাগরিকদের হুমকি প্রসঙ্গবিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকিদাতাদের অনেক দোসর বিএনপি-জামাতের মধ্যে আছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ব্লগার হত্যা ও বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি একই সূত্রে গাঁথা। যতগুলো ব্লগারকে হত্যা করা হয়েছে তার পৃষ্ঠপোষক হিসেবে নেতৃত্ব দিয়েছে বিএনপি-জামায়াত জোট। এর প্রধান পৃষ্ঠপোষক খালেদা জিয়া। এ জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই এই সমস্য চিরতরে নির্মূল করা যাবে বলে মন্তব্য করেন তিনি।জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদি ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।
আকাশ সংস্কৃতির কারণে যৌন নির্যাতন বাড়ছে- ড. হাছান মাহমুদ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৪, ২০১৫ | ২:৪৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »