সংবাদ শিরোনাম
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «   সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়ে সিলেট বিএনপি  » «   হাবিবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছন সিলেট মহানগর কৃষক দল  » «   সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ লুৎফুর  » «   মাদ্রাসার শিশুদের শহীদ জিয়া ও খালেদাজিয়ার জীবনের গল্প শুনালেন খন্দকার মুক্তাদির  » «   ২৬শে মার্চ উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত  » «  

ছাত্রলীগ ও যুবলীগের সভাপতিসহ ৪ নেতা-কর্মীর ২ বছরের কারাদন্ড

jyসিলেটপোস্টরিপোর্ট:সিলেটের বিশ্বনাথ থানা কম্পাউন্ডে গাড়ী নিলামে হামলার মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ২ সভাপতিসহ ৪ নেতাকর্মীকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রোববার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক নাজমুল হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ের পাশাপাশি দন্ডপ্রাপ্ত আসামীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাস করে কারাভোগ করতে হবে। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে-বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের মোঃ আইয়ুব আলীর পুত্র, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল আজিজ ওরফে সুমন (৩০), একই এলাকার তজ্জমুল আলীর পুত্র ছাত্রলীগ কর্মী তোফায়েল আহমদ ওরফে কামাল (২৭), মুফতিরগাঁওয়ের ইসাক আলী মেস্তরীর পুত্র যুবলীগ কর্মী বদরুল ইসলাম (৩২) ও তেলিকোনা গ্রামের হাজী নুরুল হোসেনের পুত্র ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মুহিবুর রহমান ওরফে সুইট (২৭)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত সকল আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, ২০১৪ সালের ২৬ জানুয়ারী বেলা ৩ টার দিকে থানা কম্পাউন্টে বিশ্বনাথ থানার বিভিন্ন মামলা জিডি সংক্রান্ত জব্দকৃত মটর-সাইকেল,বেবী টেক্সি, সিএনজি, প্রাইভেটকার, মাইক্রোবাস ইত্যাদি মুলতবী মালামাল নিলামে বিক্রির জন্য ধার্য্য দিন ছিল। ওইদিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এ   নিলাম অনুষ্ঠান শুরু হয়। এ সময় আগত ১০০/১৫০ ক্রেতারা ‘কে কোন গাড়ী নিবে’ এ নিয়ে হৈচৈ শুরু হলে এতে নিলাম অনুষ্ঠানের বিঘœ ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি আরো মারাত্মক হলে এ সময় ম্যাজিস্ট্রেট নিলাম অনুষ্ঠান বন্ধ করে দেন। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের সুইট, যুবলীগের সুমন, ছাত্রলীগ কর্মী কামাল ও যুবলীগকমী বদরুলসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ নেতাকর্মী সশস্ত্র অবস্থায় থানায় এসে হামলা ভাংচুর চালিয়ে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় বিশ্বনাথ থানার এসআই মোঃ টিপু সুলতান বাদী হয়ে ছাত্রলীগ ও যুবলীগের সভাপতিসহ ৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জনকে আসামী করে প্যানেল কোড ধারায় থানায় একটি মামলা দায়ের করেন। নং- ১৫ (২৭-০১-১৪)। দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ২৯ জুন বিশ্বনাথ থানার এসআই মোঃ আব্দুস সালাম আদালতে এ মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। কিন্তু ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর আদালতের আদেশের আলোকে আসামীদের বিরুদ্ধে দন্ডবিধির ৩৫৩/৪২৭/১৮৬/৩৪ ধারায় অভিযোগ আমলে গ্রহণ পূর্বক তদন্ত প্রতিবেদন আদালতে গৃহিত হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারী আদালত আসামীদের বিরুদ্ধে চার্জগঠন করে এ মামলার বিচারকার্য্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ১৩ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামীদের দন্ডবিধির ৩৫৩/৪২৭/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.