সংবাদ শিরোনাম
তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «   বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  » «   জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ  » «   সিলেট বিএনপি দুই গ্রুপে বিভক্ত! ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে উভয়েই এখন মরিয়া  » «   যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব : তারেক রহমান  » «   সম্পত্তি পুনরুদ্ধার ও পুলিশী হয়রানি থেকে বাঁচতে চাই-সংবাদ সম্মেলনে রাসেল রবি  » «   ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুককোন প্রকল্প নেয়া হবে না- উপদেষ্টা রিজওয়ানা হাসান  » «   গ্রেফতার আতংকে পালিয়ে আছে সিলেটের আওয়ামী লীগের নেতারা :কার্যক্রম নিরব  » «   সিলেট সীমান্তে (১৯ বিজিবি) প্রায় ৬৩ লক্ষ টাকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক  » «   স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে-কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন  » «   অন্তরবর্তীকালীন সরকার এক্ষেত্রে নমনীয়তা দেখালে জনগণের আস্থা ও সমর্থন হারাবে-শায়খ জিয়া উদ্দীন  » «  

ছাত্রলীগ ও যুবলীগের সভাপতিসহ ৪ নেতা-কর্মীর ২ বছরের কারাদন্ড

jyসিলেটপোস্টরিপোর্ট:সিলেটের বিশ্বনাথ থানা কম্পাউন্ডে গাড়ী নিলামে হামলার মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ২ সভাপতিসহ ৪ নেতাকর্মীকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রোববার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক নাজমুল হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ের পাশাপাশি দন্ডপ্রাপ্ত আসামীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাস করে কারাভোগ করতে হবে। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে-বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের মোঃ আইয়ুব আলীর পুত্র, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল আজিজ ওরফে সুমন (৩০), একই এলাকার তজ্জমুল আলীর পুত্র ছাত্রলীগ কর্মী তোফায়েল আহমদ ওরফে কামাল (২৭), মুফতিরগাঁওয়ের ইসাক আলী মেস্তরীর পুত্র যুবলীগ কর্মী বদরুল ইসলাম (৩২) ও তেলিকোনা গ্রামের হাজী নুরুল হোসেনের পুত্র ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মুহিবুর রহমান ওরফে সুইট (২৭)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত সকল আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, ২০১৪ সালের ২৬ জানুয়ারী বেলা ৩ টার দিকে থানা কম্পাউন্টে বিশ্বনাথ থানার বিভিন্ন মামলা জিডি সংক্রান্ত জব্দকৃত মটর-সাইকেল,বেবী টেক্সি, সিএনজি, প্রাইভেটকার, মাইক্রোবাস ইত্যাদি মুলতবী মালামাল নিলামে বিক্রির জন্য ধার্য্য দিন ছিল। ওইদিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এ   নিলাম অনুষ্ঠান শুরু হয়। এ সময় আগত ১০০/১৫০ ক্রেতারা ‘কে কোন গাড়ী নিবে’ এ নিয়ে হৈচৈ শুরু হলে এতে নিলাম অনুষ্ঠানের বিঘœ ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি আরো মারাত্মক হলে এ সময় ম্যাজিস্ট্রেট নিলাম অনুষ্ঠান বন্ধ করে দেন। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের সুইট, যুবলীগের সুমন, ছাত্রলীগ কর্মী কামাল ও যুবলীগকমী বদরুলসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ নেতাকর্মী সশস্ত্র অবস্থায় থানায় এসে হামলা ভাংচুর চালিয়ে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় বিশ্বনাথ থানার এসআই মোঃ টিপু সুলতান বাদী হয়ে ছাত্রলীগ ও যুবলীগের সভাপতিসহ ৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জনকে আসামী করে প্যানেল কোড ধারায় থানায় একটি মামলা দায়ের করেন। নং- ১৫ (২৭-০১-১৪)। দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ২৯ জুন বিশ্বনাথ থানার এসআই মোঃ আব্দুস সালাম আদালতে এ মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। কিন্তু ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর আদালতের আদেশের আলোকে আসামীদের বিরুদ্ধে দন্ডবিধির ৩৫৩/৪২৭/১৮৬/৩৪ ধারায় অভিযোগ আমলে গ্রহণ পূর্বক তদন্ত প্রতিবেদন আদালতে গৃহিত হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারী আদালত আসামীদের বিরুদ্ধে চার্জগঠন করে এ মামলার বিচারকার্য্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ১৩ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামীদের দন্ডবিধির ৩৫৩/৪২৭/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.