সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

সুন্দরী মডেলের এ কী হাল !

4সিলেট পোস্ট রিপোর্ট :  বর্তমান সময়ে ডায়েট শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। বিশেষ করে, হলিউড-বলিউডের জিরো ফিগার দেখে ফ্যাশন-প্রেমীরা ডায়েটের প্রতি ঝুঁকছেন। তবে এরও রয়েছে ক্ষতিকর দিক। তার জীবন্ত প্রমাণ মডেল রাচায়েল ফারক। জিরো ফিগার বানাতে গিয়ে উল্টো তিনি আক্রান্ত হয়েছেন অ্যানোরেক্সিয়া নামক মরণ-ব্যাধি রোগে। ১০ বছর ধরে এ রোগে ভুগছেন প্রাক্তন এ মডেল।

৩৭ বছর বয়সি মার্কিন মডেল রাচায়েল ফারকের ওজন এখন মাত্র ১৮ কেজি। তিনি দেখতে যেন এক জীবন্ত কঙ্কাল। ধীরে ধীরে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। তবে জীবনের শেষ আশা ছাড়তে চান না রাচায়েল। সোশ্যাল মিডিয়ায় তার শেষ আর্তি, ‘আমি বেঁচে থাকতে চাই। আমাকে সাহায্য করো।’

র‌্যাম্প মাতানোর নেশায় শরীরে সব মেদ ঝেড়ে ফেলতে ফারকে শুরু করেছিলেন ডায়েট। আর এটাই হলো তার কাল। না খেতে খেতে আজ রাচায়েল অস্থি-চর্মসার এক জীবন্ত লাশ। দিনের পর দিন অনাহারে থাকতে থাকতে আজ চাইলেও মুখে কিছুই তুলতে পারছে না ফারকে। শরীরের ওজন এতটাই কম যে নূন্যতম চিকিৎসার ধকল নেওয়ার পর শক্তি নেই তার শরীরে। যে কারণে দেশের কোনো হাসপাতাল ভর্তি নিতে চাইছে না তাকে। ডাক্তারদের কথায়, না খেয়ে রাচায়েলেত কিডনি, লিভার প্রায় নষ্ট হয়ে গিয়েছে। হার্টের অবস্থাও শোচনীয়। যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তার হৃৎস্পম্দন।

5একসময় শোবিজ মাতানো এই মডেল আজ দিন গুনছেন শেষ সময়ের। র‌্যাম্পে হাঁটা তো দূরের কথা নিজের পায়ে দাঁড়াতে পারেন না তিনি। শুতে গেলে হাড় বিঁধে শরীরে শুরু হয় অসহ্য যন্ত্রণা। মুখে কিছু দিলেই বমি। তবে এখন স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন রাচায়েল। আর তার জন্য দরকার বিপুল অর্থ। আর এই খরচ জোগাতে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদনের পাশাপাশি Gofundme বলে একটি পেজও তৈরি করেছেন বাচায়েল ও তার স্বামী। এই পেজে বিশ্ববাসীর কাছে তাদের আর্জি, ‘তারা যেন কিছু অর্থ সাহায্য করে, যাতে অন্তত রাচায়েলের জীবনটা বাঁচে।’

তবে এটাই প্রথম, এমন নয়। এর আগেও বহু মডেল ও অভিনেত্রীরা অ্যানোরেক্সিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কেউ কেউ কোনোমতে বেঁচে আছেন। আপনাদের জানিয়ে রাখি, ২০১৩ সালে অ্যানোরেক্সিয়াতে মৃত্যু হয়েছে ৬০০ জনের। কিন্তু অ্যানোরেক্সিয়া কী? এটি হচ্ছে ইটিং ডিজঅর্ডার। চিকিৎসার পরিভাষায় এই রোগের পুরো নাম অ্যানোরেক্সিয়া নার্ভোসা। চিকিৎসকরা জানাচ্ছেন, অতিমাত্রায় ডায়েট থেকেই এই রোগ হয়। ডায়েট করতে করতে একসময় মানসিকভাবেই এমন এক পর্যায় আসে, তখন আর কিছুই খেতে ইচ্ছা করে না। খিদেও পায় না। শুকিয়ে যায় খাদ্যনালি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.