শাবি প্রতিনিধি:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হয়রানি ও জুতা দিয়ে মারধরের অভিযোগে ব্যবসায় প্রশাসন বিভাগের এক শিক্ষার্থীকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন প্রক্টর। দুই কার্য দিবসের মধ্যে জবাব দিতে সোমবার এ নোটিশ প্রদান করা হয়েছে। যৌন হয়রানিকারী রিফাত আদনান পাপন ব্যবসায় প্রশাসন বিভাগের অনার্স ২০০৮-০৯ শিক্ষাবর্ষের অনিয়রমিত শিক্ষার্থী। ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক ইয়াসমিন হকের বরাত দিয়ে বলেন, রোববার রাতে ক্যাম্পাসের প্রধান ফটকে অর্থনীতি বিভাগের মাস্টার্সের এক ছাত্রী সহপাঠিদের সাথে গল্প করার সময় পাপন ওই ছাত্রীকে উত্যক্ত করে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পাপন ওই ছাত্রীকে হয়রানির এক পর্যায়ে জুতা দিয়ে মারধোর করে রাস্তায় ফেলে দেয়। পরে সহপাঠীরা আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে কারন দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশির ছাত্রীর নিরাপত্তার বিষয়য়টি নিশ্চিত করা হবে।উল্লেখ্য, রিফাত আদনান পাপন ক্যাম্পাসের দোকান ভাংচুর ও চাঁদাবাজি এবং নেপালী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে এর আগে যথাক্রমে দুই বার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল।
যৌন হয়রানির দায়ে শাবির এক শিক্ষার্থীকে কারন দর্শানোর নোটিশ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৫, ২০১৫ | ৪:৪৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »