সিলেটপোস্টরিপোর্ট:শেরপুরে আদালত প্রাঙ্গন থেকে পুলিশের হেফাজতে থাকা একটি হত্যা মামলার আসামি হ্যান্ডক্যাফ খুলে পালিয়ে গেছে। দায়িত্বে অবহেলার কারণে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য আদেশ দিয়েছে সংশ্লিষ্ট আদালত।সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিনিয়র চিফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক বুলবুল আহম্মেদ আইজিপি, জেলা পুলিশ সুপার, জেলা জজ ও চিফ জুডিশিয়াল বিচারককে দায়িত্বে অবহেলার কারণে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য আদেশ দিয়েছেন।জানা গেছে, নালিতাবাড়ী থানার জিআর মামলা নং ৪৫/১৫ এর আসামি মো. হাফিজুর রহমানকে (৩০) আজ দুপুরে জেলা কারাগার থেকে আদালতে হাজিরের জন্য আনা হয়। পরে কোর্ট পুলিশ বেলা দেড় টার দিকে আদালতের হাজত খানা থেকে পালাতক ওই আসামিসহ বিভিন্ন মামলার আরো ১২ জন আসামিকে হ্যান্ডক্যাফ পড়ানো অবস্থায় সিনিয়র চিফ জুডিশিয়াল আদালত-৩ এর এজলাসে নেওয়ার পথে এজলাস ভবনের বারান্দা থেকে কৌশলে আসামি হাফিজুর রহমান হ্যান্ডক্যাফ খুলে পালিয়ে যায়। এসময় কর্তব্যরত কোর্ট কনস্টেবল উজ্জল ও তোফাজ্জল হোসেন কিছুই বুঝতে পারেনি। পরে আসামিদের আদালতের কাঠগড়ায় উঠালে একজন আসামি কম হলে বিষয়টি নজরে আসে।এদিকে এ ঘটনার পরপরই আদালত চত্বরে ওই আসামিকে খোঁজার জন্য শেরপুর সদর থানা পুলিশ ও কোর্ট পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শেরপুর পুলিশ সুপার মেহেদুর করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পালাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
শেরপুরে আদালত প্রাঙ্গন থেকে পুলিশের হেফাজতে থাকা আসামির পলায়ন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৬, ২০১৫ | ১২:১৫ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »