সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

পুস্তক ব্যবসায়ীদের সংগঠন নির্বাচনের মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

puspoসিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৫-২০১৭) উপলক্ষে ‘প্রতি দুই বছর পর নতুন নেতৃত্ব সৃষ্টি’ ও ‘সর্বদা ক্ষমতার পালাবদলের অঙ্গিকার’ নিয়ে প্রতিষ্ঠিত সিলেট জেলার সর্বস্তরের পুস্তক ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত সংগঠন “সিলেট শহর-মফস্বল সমন্বয় পরিষদ”র আনুষ্ঠানিক প্রচারণার শুরুতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য, দি এইডেড হাইস্কুলের প্রাক্তন শিক্ষক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও শাহজালাল লাইব্রেরীর প্রতিষ্ঠাতা এবং পরিষদ মনোনীত সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ এহছানুল হক তাহেরের পিতা আলহাজ্ব মোঃ ফজলুল হক তানু মিয়া সাহেবকে ২৪ মে ২০১৫ রবিবার নগরীর আল রাইয়ান হসপিটালে অসুস্থ্য অবস্থায় দেখতে যান ও উনার দোয়া নিয়ে মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়। সিলেট শহর-মফস্বল সমন্বয় পরিষদ’র মনোনীত সভাপতি পদপ্রার্থী মাহবুবুল আলম মিলন-(বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশন, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট)-এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এম খলিলুর রহমান খান (ইন্টারন্যাশনাল লাইব্রেরী, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট), সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুল আহাদ (মেসার্স আহাদ বুক সেন্টার, জকিগঞ্জ বাজার), সহ-সভাপতি পদপ্রার্থী মাওলানা মোঃ আব্দুল মালেক (আল হেরা লাইব্রেরী, গাছবাড়ী বাজার, কানাইঘাট), সহ-সভাপতি পদপ্রার্থী কাওছার আহমদ (জালালিয়া লাইব্রেরী, দক্ষিণ বিয়ানী বাজার, সিলেট), সহ-সভাপতি পদপ্রার্থী মাওলানা আব্দুল আজিজ (নিউ মাদানিয়া কুতুবখানা, কুদরত উল্লাহ মার্কেট, সিলেট), কোষাধ্যক্ষ পদপ্রার্থী বেলাল আহমদ (সাইমুন লাইব্রেরী, সোবহানীঘাট), সদস্য পদপ্রার্থী রুহেল আহমদ (পলক লাইব্রেরী এন্ড ষ্টেশনারী, ফুলবাড়ী, পূর্বপাড়া, গোলাপগঞ্জ), সদস্য পদপ্রার্থী দীগেশ দাশ (বাংলা বাজার লাইব্রেরী, বালাগঞ্জ বাজার), সদস্য পদপ্রার্থী মোঃ শিব্বির আহমদ (রিফাত লাইব্রেরী, চতুল বাজার, কানাইঘাট), সদস্য পদপ্রার্থী কুতুব আলী (শিরোপা লাইব্রেরী, দক্ষিণ বাঘা, গোলাপগঞ্জ), সদস্য পদপ্রার্থী শামীম আহমদ (সাকসেস লাইব্রেরী, জৈন্তাপুর বাজার), সদস্য পদপ্রার্থী হোসেইন আহমদ চৌধুরী (জালালাবাদ লাইব্রেরী, মেজরটিলা, শাহপরান), সদস্য পদপ্রার্থী মোঃ ইমরান হোসাইন (জারা লাইব্রেরী, টিলাগড়), সদস্য পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান রনি, (মেসার্স শুভ এন্টারপ্রাইজ, নতুন বাজার, এয়ারপোর্ট রোড, সিলেট), সদস্য পদপ্রার্থী মোঃ হেলাল উদ্দিন মুন্সি (বিসমিল্লাহ লাইব্রেরী, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট) এবং সিলেট কল্যাণ সংস্থার নেতৃবৃন্দদের মধ্য থেকে সংস্থার উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ ও আল রাইয়ান হসপিটালের পরিচালক এহতেশামুল হক বাহার, মোঃ জহিরুল ইসলাম জহির, বিপ্র দাস বিশু বিক্রম, মোঃ পারভেজ রহমান, মোঃ তালেব হোসেন তালেব, হুমায়ুন রশীদ চৌধুরী, গাজী আলমগীর হোসাইন ও মোঃ আলিম উদ্দিন। উল্লেখ্য, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, সিলেট জেলার কার্যনির্বাহী কমিটি (২০১৫-২০১৭) এর নির্বাচন আগামী ৫জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। সিলেট শহর-মফস্বল সমন্বয় পরিষদ’র পক্ষ থেকে পরিষদ মনোনীত প্রার্থীদের আগামী ৫ জুনের নির্বাচনে ভোট দিয়ে পুস্তক ব্যবসায়ীদের সবধরনের সমস্যা নিরসন ও যুগপযোগী নেতৃত্ব সৃষ্টি এবং নেতৃত্বে পরিবর্তনের পরিবেশ তৈরির লক্ষে প্রত্যেক ভোটারকে সচেতনতার সাথে উপস্থিত হয়ে নিজের অভিমত প্রকাশে এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.