সিলেটপোষ্টরিপোর্ট:পাবনার কাশিনাথপুরে প্রেমে ব্যর্থ হয়ে বিষাক্ত কীটনাশক পানে দুই প্রেমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে বেড়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের নয়াবাড়িতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- বেড়া উপজেলার কাশিনাথপুর নয়াবাড়ি গ্রামের করিম শেখের ছেলে নাজমুল হোসেন ও বিশ্বনাথপুর গ্রামের মাহফুজের ছেলে মাসুদ রানা। দুজনই একটি মেয়েকে ভালবাসতো। সম্প্রতি মেয়েটির অন্য জায়গায় বিয়ে হওয়ায় তারা আত্মহত্যা করেন।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘ঘটনাটি আমিনপুর থানার আওতাধীন হওয়ায় বিস্তারিত কিছু জানা নেই। তবে বিষক্রিয়ায় অসুস্থ দুই জন রোগী বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘আমি পাবনা শহরে ছিলাম, বিস্তারিত কিছু বলতে পারছি না।’ বিষয়টি বেড়া থানায় খোঁজ নেওয়ার জন্য তিনি অনুরোধ করেন।
প্রেমিকার জন্য দুই প্রেমিকের আত্মহত্যা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৭, ২০১৫ | ২:২৮ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »