সিলেট পোস্ট রিপোর্ট: রোনালদোকে হারিয়ে লা লিগা সেরা মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস’র লা লিগা প্লেয়ার অব দ্য সিজন’ অ্যাওয়ার্ড জিতেছেন।
লা লিগার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের জন্য ভোটের আয়োজন করে এএস। সর্বোচ্চ ৫৫.৮৭ শতাংশ পাঠকের ভোট পেয়ে মেসি সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ডজিতেন। রোনালদো দ্বিতীয় সর্বোচ্চ ৩৫.৩৭ শতাংশ ভোট পেয়ে রানার্স আপ নির্বাচিত হন।
লা লিগায় বার্সেলোনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন লিওনেল মেসি। ৪৩ গোল করার পাশাপাশি লিগে ১৮টি গোলে অ্যাসিস্ট করেন তিনি।
রোনালদো মেসির চেয়ে ৫ গোল বেশি করলেও শিরোপাহীন থাকায় মেসির পেছনে থাকেন।
রোনালদোর রিয়াল সতীর্থ হামেস রদ্রিগেজ অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যান্টনি গ্রিজম্যান ও বার্সেলোনার নেইমারকে পেছনে ফেলে তৃতীয় স্থান দখল করেন। লা লিগায় ১৩টি গোল করার পাশাপাশি সমান ১৩ গোলে অ্যাসিস্ট করা এই কলম্বিয়ান তারকা ৫.৮৯ শতাংশ ভোগে তৃতীয় নির্বাচিত হন।
এছাড়া অ্যান্টনি গ্রিজম্যান ১.৭ শতাংশ ভোট পেয়ে চতুর্থ ও নেইমার ১.১৭ শতাংশ ভোট পেয়ে পঞ্চম নির্বাচিত হন।