সংবাদ শিরোনাম
৪৫ বৎসর পর রুট শিন্নি অনুষ্টান পালন করল মিটাভরাং মজলিশপুরবাসী  » «   সিলেট বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ  » «   তামাবিল মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় সভা  » «   দেশের কৃষকদের উন্নয়নে শহীদ জিয়া অবদান অপরিসিম: আনিসুল হক  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  » «   মাস্ক পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক  » «   দোয়ারাবাজারে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি  » «   সমাজ সেবক ও প্রবাসী কমিউনিটি নেতা কাদিরকে সংবর্ধনা প্রদান  » «   সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন উদ্দিন-সম্পাদক নাসির উদ্দিন  » «   দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার  » «   খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «  

২১ বছর ধরে রোজা রেখে সঞ্জয় মিত্রের অভিনব

16সিলেট পোষ্ট রিপোর্ট:   কলকাতার বাসিন্দা, ৭১ বছর বয়সী এক হিন্দু গত ২১ বছর ধরে রমজানের সময়ে রোজা রেখে চলেছেন। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে এটা তাঁর ব্যক্তিগত প্রতিবাদ আর সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ হিসাবে লজ্জাপ্রকাশ।

 

“সংখ্যাগরিষ্ঠ ধর্মের একজন মানুষ হয়ে কিছুতেই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা মেনে নিতে পারছিলাম না। তখনই ঠিক করি যে আমি নিজেই প্রতিবাদ করব – এককভাবেই।“ অথচ এমন এক পরিবারের সন্তান সঞ্জয় মিত্র, যাঁদের বাড়িতে ১২৫ বছর ধরে দূর্গাপুজো হয়ে আসছে।

 

রমজানের এক বিকেলে মগরিবের নমাজ শুরু হওয়ার একটু আগেই বাড়ী থেকে জিনস্ আর খদ্দরের ফতুয়া গায়ে সেই বাড়ী থেকে বেরিয়েছিলাম মি. মিত্রর সঙ্গে। কলকাতার মুসলমান প্রধান এলাকা রাজাবাজারের ঠিক যেখানে হিন্দু পাড়া শেষ হয়ে শুরু হয়েছে মুসলমান মহল্লা সেখানেই একটা মাঝারি মাপের খাবার দোকানে ঢুকতেই সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় হল।

 

17একটা টেবিলে বসতে বসতে মি. মিত্র বলছিলেন ইফতারটা বেশীরভাগ দিনই বাড়ীতেই করেন, তবে মাঝে মাঝে এই দোকানেও আসেন।“এই দোকানটায় আসছি প্রায় ৫৫ বছর ধরে। অনেক পাল্টে গেছে। এখানেই প্রথম গোরুর মাংস খেয়েছিলাম মনে আছে। আর তার পর থেকে তো নিয়মিতই খাই,” হাসতে হাসতে বলছিলেন মি. মিত্র।

 

কথা বলতে বলতেই পাশের মসজিদে শুরু হল মগরিবের নামাজ – আর ইফতার করে দীর্ঘদিনের চেনাপরিচিতদের সঙ্গে রোজা ভাঙ্গলেন সঞ্জয় মিত্র। দোকানের মালিক মুহম্মদ নঈমুদ্দিন, এক কর্মী মুহম্মদ জমিরুদ্দিনের সঙ্গে একই প্লেট থেকে কলা, পাকা পেপে, শশা, খেজুর আর তরমুজ খাচ্ছিলেন মি. মিত্র।

 

এই হিন্দু বন্ধুর রোজা রাখাতে একটু অবাক নন মি. নঈমুদ্দিন। তিনি বলছিলেন, “ প্রথম যখন শুনি যে মি. মিত্র রোজা রাখেন, শুনে খুব ভাল লেগেছিল যে একজন মুসলমানের মতোই তিনিও রোজা রাখেন। এরকম তো কোনও কথা নেই যে রোজা শুধু মুসলমানরাই রাখতে পারবে। সবাই রাখতে পারে। হিন্দুদেরও তো বিভিন্ন পুজোর দিনের উপোস থাকে। আর আমাদের এটা একমাসের উপোস – ব্যাপারটা তো একই।“

 

কখনও বাড়িতে ফল বা রুটি খেয়ে, কখনও বা হালিম খেয়ে গত একুশ বছর ধরে রোজা ভাঙ্গছেন সঞ্জয় মিত্র।

 

খাবারের দোকানে আসার আগে বাড়ীতে বসে মি. মিত্র বলছিলেন অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের পরে প্রতিবাদ হিসাবেই রমজান মাসে রোজা রাখতে শুরু করেন তিনি।

 

“বাবরি মসজিদের ঘটনা ৯২ সালের ৬ই ডিসেম্বর। তখন আমি দিল্লিতে থাকতাম। উত্তর ভারতে তো ওই ঘটনার পরের দাঙ্গা অনেক বেশী হয়েছিল, সেই সময়ে খুব অসহায় লাগছিল – হিন্দু হিসাবে। একজন সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ হয়ে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তখনই ঠিক করি যে আমি নিজেই প্রতিবাদ করব – এককভাবেই,” বলছিলেন সঞ্জয় মিত্র।

 

যদিও নিয়মিত ধর্মাচরণ করেন না মি. মিত্র, তবে মুসলমানদের ধর্মাচরণের একটা অঙ্গ – রোজা রাখা নিয়ে স্ত্রী প্রশ্ন তুলেছিলেন, তাই বছরে আরও একটা মাস উপোস করেন তিনি – গ্রাম বাংলায় চৈত্র মাসের গাজনের সময়ে।

 

মি. মিত্রের কথায়, “কয়েক বছর রোজা রাখার পরে আমার স্ত্রী বলেছিলেন, তুমি মুসলমানদের মতো রোজা রাখ, কিন্তু নিজের ধর্মের জন্য তো কিছু কর না। তখন আমি বলি যে নমশূদ্র – যাঁরা বেশীরভাগই ভূমিহীন কৃষক, চৈত্র মাসে কোনও খাবার থাকে না বলে গাজনের নামে ভিক্ষা করে সন্ধ্যায় একবারই খায় – আমি সেটা করতে পারি। ভিক্ষাটা পারব না, কিন্তু গাজনের উপোস করি নিয়মিত। আমার উপোস রমজান আর গাজনের।“

 

নিয়মিত ধর্মাচরণ করেন না বলেই যেমন মন্দিরে যান না, তেমনই রমজান মাসে পাঁচ বার নমাজও পড়েন না একসময়ের কমিউনিস্ট পার্টির সদস্য আর মানবাধিকার কর্মী সঞ্জয় মিত্র। বছরের দুমাস উপোসের সময়ে তাঁর সঙ্গী বই আর গান।

 

বামপন্থী আন্দোলনে যখন যুক্ত ছিলেন, তখন যদিও দাঙ্গার সময়ে মুসলমান মহল্লায় গিয়ে সবাই মিলে রাত জেগে পাহাড়া দিয়েছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠরা যখন বাবরি মসজিদ ভেঙ্গে ফেলেছে, তার প্রতিবাদটা তিনি একান্তই নিজস্ব ঢঙে করে চলেছেন – কারণ সেই ছোটবেলায় হিন্দু মুসলমান দাঙ্গায় মৃত্যুর মুখোমুখি হওয়ার স্মৃতিটাও তাঁর একান্তই নিজের।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.