প্রেসবিজ্ঞপ্তি:সিলেট নগরীর টিলাগড়স্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘১ম মোশাহিদ স্মৃতি মিডবার ফুটবল টুর্নামেন্ট’-এ চ্যাম্পিয়ন হয়েছে এস.পি ফাইটার্স গোলাপবাগ। আজ বার্সেলোনা বিশ্বনাথকে ২-০ গোলে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টেটির আয়োজন করে বোরহানবাগ সমাজকল্যাণ সংস্থা। ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আবদুল্লাহ জাবেদ। সহকারী রেফারি ছিলেন ইক মাহমুদ ও রাকিল।টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার সবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল বলেন- খেলাধুলা সুস্থ দেহ-মন ও আদর্শিক নাগরিক হিসেবে যুব সমাজকে গড়ে তুলতে সাহায্য করে। তিনি বলেন- ফুটবলে সিলেটের গৌরবময় অতীত রয়েছে। বর্তমানেও জাতীয় দলে একাধিক খেলোয়াড় দাপটের সহিত খেলে যাচ্ছেন। জাতীয় ফুটবলে সিলেটের এই শক্ত অবস্থান ধরে রাখতে ‘মোশাহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র মতো প্রতিযোগিতা আরও বেশি করে আয়োজন করতে হবে।বোরহানবাগ সমাজকল্যাণ সংস্থার আবদুল্লাহ জাবেদের সভাপতিত্বে ও মো. মামুন মিয়ার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এলাইছ মিয়া মতিন, বাংলাদেশ প্রতিদিন’র নিজস্ব প্রতিবেদক ও সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, বোরহানবাগ সমাজকল্যান সংস্থার উপদেষ্টা আবদুল মতিন, টিলাগড় ক্লাবের ফুটবল কোচ শফিউল্লাহ, সিলেট জেলা জজ কোর্টের আইনজীবী সহকারী মো. মাসুক মিয়া, মল্লিক ফাইটার্সের পরিচালক মুনিম মল্লিক মুন্না, প্রকৌশলী মো. মিফতাউজ্জামান ইমরান, ২য় বিভাগ ফুটবল লীগ কমিটির সদস্য এম এ কাদির প্রমুখ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় এফসিবি বিশ্বনাথের ফয়ছল, সেরা গোলকিপার সাঈদ ও ম্যান অব দ্যা ফাইনাল এসপি ফাইটার্সের লায়েক নির্বাচিত হন। ফাইনাল খেলার ধারা বর্ণনায় ছিলেন আবদুর রাজ্জাক।
মোশাহিদ স্মৃতি ফুটবলে এসপি ফাইটার্স চ্যাম্পিয়ন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৯, ২০১৫ | ৭:৪৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »