সিলেটপোস্টরিপোর্ট:নীলফামারীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এতে আরো দুইজন আহত হয়েছেন। নিহতের নাম লাভলু ইসলাম (২০)।আজ সন্ধ্যার পরে জেলার ডোমার-জলঢাকা সড়কের জিন্নাহর স্কুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লাভলু ও তার দুইবন্ধু মোটরসাইকেল যোগে ডোমার থেকে জলঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লাভলু মারা যায়। এ সময় অপর দুই মোটরসাইকেল আরোহী ও এক জন পথচারীসহ ৩ জন গুরুত্বর আহত হয়। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে এলাকাবাসী আটক করলেও চালক পালিয়ে গেছে।নিহত লাভলু জেলার জলঢাকা উপজেলার বালাপাড়া কাছারী গ্রামের আজিজুল হকের ছেলে ও জলঢাকা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছে দুই মোটরসাইকেল আরোহী ও এক পথচারী। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তাদের অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নীলফামারীতে ট্রাকের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩০, ২০১৫ | ১০:৪৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »