সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের জকিগঞ্জ উপজেলার গণিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শরীফগঞ্জ ইলেভেন স্টার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনারে জয়ী হয়ে সেমিতে উর্ত্তীণ হয়েছে কামালগঞ্জ একাদশ ও গণিপুর ফুটবল একাদশ। বারঠাকুরীকে হারিয়ে কামালগঞ্জ ও গণিপুর দক্ষিণকে হারিয়ে গণিপুর একাদশ সেমি ফাইনালে উর্ত্তীণ হয়। এছাড়া ঈদগাহবাজার দলের সাথে ওয়াকওভার পেয়ে এর আগে সেমিতে উর্ত্তীণ হয় গঙ্গাজল। আজ গণিপুর একদাশ ও গণিপুর দক্ষিণ ফুটবল দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূণ্য থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে জয়লাভ করে গণিপুর একাদশ। এদিকে, গত রবিবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় কামালগঞ্জ একাদশ ও বারঠাকুরী একাদশ। ভারতের মেঘালয়ের খেলোয়াড়দের সমন্বয়ে গড়া বারঠাকুরী একাদশ এবং নাইজেরিয়ান, ঢাকা ও সিলেটের তারকাদের নিয়ে গড়া কামালগঞ্জ একাদশের খেলা উপভোগ করতে বৃষ্টি উপেক্ষা করে মাঠে উপস্থিত হন হাজার হাজার দর্শক। খেলায় ৩-০ গোলে বিজয়ী হয় কামালগঞ্জ একাদশ। এর মধ্যে নাইজেরিয়ান স্ট্রাইকার ক্রেস্তা ২ গোল ও একই দেশীয় অপর স্ট্রাইকার সেগু করেন ১ গোল।
ইলেভেন স্টার ফুটবল টুর্নামেন্টের সেমিতে কামালগঞ্জ ও গণিপুর
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১, ২০১৫ | ৭:৫৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »