সিলেটপোস্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল জনসন সব ধরনের আন্তর্জাতিক ও প্রথম শ্রেনীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি পার্থ টেস্টের পঞ্চম দিনে শেষবার বল হাতে দেখা যাবে তাকে।ওয়াকায় টেস্টের চতুর্থ দিন সন্ধ্যায় বিদায়ের চূড়ান্ত সিদ্ধান্তটি জানান জনসন।
বিদায়বেলায় জনসন বলেছেন, ‘যতদিন পেরেছি সেরাটা দিয়েছি। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারাটা দারুণ ছিল। খুবই ভাগ্যবান ভাবছি নিজেকে। এটা অসাধারণ একটি ক্যারিয়ার। সব যাত্রারই একটা শেষ থাকে। সিদ্ধান্তটি কঠিন ছিল। পরিবার ও বন্ধুদের সাথে কথা বলেছি। সবাইকে ধন্যবাদ।’জনসনের ওয়ানডেতে ১৫৩ ম্যাচে ২৩৯ উইকেট নিয়েছেন। আর টি-টুয়েন্টিতে ৩০ ম্যাচে ৩৮ উইকেট। টেস্টে ৭৩ ম্যাচ ৩১১ উইকেট নিয়েছেন।