সিলেটপোস্টরিপোর্ট:শ্রী শ্রী হরি-গুরু চাঁদ মতুয়া মিশন সিলেটের দিনব্যাপী নবান্ন উৎসব ও মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নবান্ন উৎসব ও মতুয়া সম্মেলন উপলক্ষে শুক্রবার নগরীর নয়াসড়কস্থ বিশ্বম্ভর জিউড় আখড়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১ টায় নগরীতে শোভযাত্রা, দুপুর ১২টায় ধর্মীয় আলোচনা এবং ধর্মীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও গোবিন্দ গোসাই, অসীম কুমার রায়, মতিলাল হালদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা করেন জয়দেব শর্মা চৌধুরী, বিজন কুমার দেব নাথ, দিগেন্দ্র দাস, নিখিল চন্দ্র দাস, অমর দাস, সুশীল চন্দ্র বিশ্বাস। হরিলীলামৃত পাঠ করেন যিশু বিশ্বাস, ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন রঞ্জিত পাগল, শুক্লা দাস, মিরেন দাস ও গোপাল দাস।আলোচনা ও সঙ্গীত পরিবেশন শেষে বিকাল ৪টায় মহা প্রসাদ বিতরণ করা হয়।
সিলেটে নবান্ন উৎসব ও মতুয়া সম্মেলন সম্পন্ন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২০, ২০১৫ | ৬:৫৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »