সিলেটপোস্টরিপোর্ট:প্রথম ছবিই বাজিমাত করে দিয়েছিল। রাস লীলা দেখিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তাঁরা। তাঁদের রিয়েল লাইফ কেমিষ্ট্রি সকলের কাছেই খুব জনপ্রিয়। কিন্তু রিল লাইফে তাদের কেমিষ্ট্রি দেখে বেশ আনন্দিত ছিলেন দর্শকরা। তাই আবারও রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের অনস্ক্রিন কেমিষ্ট্রি দেখতে উদগ্রিব দর্শকরা।এবার পরিচালক সঞ্জয় লীলা বনসালির ছবি ‘বাজিরাও মাস্তানি’তে দেখা মিলবে রণদীপি জুটির। তবে শুধু তাই নয় ‘গুন্ডে’ পর এই প্রথমবার প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে দেখা যাবে রণবীর সিংকে। ছবিটিতে রণবীর সিংকে দেখা যাবে মারাঠা যোদ্ধার ভূমিকায় এবং দীপিকার দেখা মিলবে মহারাষ্ট্রিয়ান সঙ্গীতজ্ঞ হিসাবে। এই ছবির ট্রেলার লঞ্জ হয়ে গেল। যেখানে রণবীরকে একদম নতুন লুকে দেখতে পাওয়া গেছে। দীপিকার এই ট্রাডিশানাল লুক যথেষ্ট মন কাড়বে দর্শকের। সব থেকে বড় কথা হল ভালবাসা-যুদ্ধ-আবেগ এই সব কিছুর মেল বন্ধন পাওয়া যাবে ছবিটির মধ্যে।
‘রাম-লীলা’র থেকেও বেশি সাহসী ‘বাজিরাও মাস্তানি’র ট্রেলর
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২২, ২০১৫ | ৮:৩৯ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »