সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

সিলেটপোস্ট ডেস্ক : সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশীদের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ এসময় শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রেস সচিব বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করছে উল্লেখ করে রাষ্ট্রপতি পাঠ্যক্রমের বাইরের কর্মসূচি হাতে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানান।”

এছাড়া শিক্ষার্থীদের ‘মুক্তচিন্তার’ অনুশীলন করার আগ্রহ তৈরির ওপর জোর দেন রাষ্ট্রপতি।

‘ট্যুরিজম ও হসপিটালিটি’ নামে একটি কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালুর কথা রাষ্ট্রপতিকে জানায় প্রতিনিধি দল।

প্রেস সচিব জানান, প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। তারা আরও জানায়, সমাবর্তন অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৭টি অঞ্চলে অনুষ্ঠিত হবে।

শিক্ষার মান বাড়াতে ও উৎসাহ জোগাতে শ্রেষ্ঠ কলেজ ও শ্রেষ্ঠ শিক্ষক পদক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানায় প্রতিনিধি দল।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ও এনউবিডিনিউজ

সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৩.১১.২০১৫

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.