সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে আর্থ সামাজিক অবস্থার উন্নতি সম্ভব ———মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

সিলেটপোস্ট রিপোর্ট : সিলেDSC05704ট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নতি সম্ভব। এ লক্ষ্যকে সামনে রেখে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা জনসম্মুখে তুলে ধরতে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, সিলেট-৩ নির্বাচনী এলাকার ১৮টি ইউনিয়নের সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জনগণের আশা-আকাঙ্খা পূরণে আমি অঙ্গিকারবদ্ধ। ইনশাআল্লাহ বর্তমান সরকারের আমলে সকল সমস্যা সমাধান করা হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শুক্রবার সকালে ২৩ লাখ টাকা ব্যয়ে  ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের করিমপুর-চেরাগী-হাটুভাঙ্গা রাস্তার পাকাকরণ ও ২২ লাখ টাকা ব্যয়ে ঘিলাছড়া ইউনিয়নের মোমিনছড়া-আশিঘর-ঘিলাছড়া হাইস্কুল পাকা সড়কের উদ্বোধণ কালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পৃথক পৃথক অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, প্রকৌশলী ওয়াজিদুর রহমান, সোহেল রানা, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর, ঘিলাছড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিসবাহ হোসেন চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, সাবেক চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, আ’লীগ নেতা রফিক উদ্দিন খান, জবরুল হোসেন চৌধুরী, মইন উদ্দিন, মনোয়ার হোসেন, বিশিষ্ট মুরুব্বি মতি মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক বিজন দেব নাথ, আব্দুল মুছব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, পারভেজ আহমদ, জুলহাস আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিসলু, এমদাদুল হক, জালাল আহমদ প্রমুখ। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৭.১১.২০১৫

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.