সিলেটপোস্ট রিপোর্ট : এনএইচএসডিপি”র চিফ অব পার্টি ও পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ড. হালিদা হানুম আখতার ইউএসএআইডি-ডিএফআইডির অর্থায়নে এনএইচএসডিপির সেবা নেটওয়ার্ক সীমান্তিক বাস্তবায়িত সূর্যের হাসি ক্লিনিক বালাগঞ্জ শাখা আজ সকালে পরিদর্শন করবেন। তার সাথে থাকবেন এনএইচএসডিপির বিসিসিপির ডিরেক্টর এ. কে. শফিকুর রহমান, বিসিসি এন্ড মার্কেটিং কোঅর্ডিনেটর আবু হাসিব মোস্তফা জামাল, সীমান্তিক এনএইচএসডিপির প্রকল্প পরিচালক আব্দুর রহিম প্রমুখ।