
আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মোঃ খুর্শেদ আলমের পুত্র মোঃ হাসান আলী (২৫) ও মোফাজ্জল আলীর পুত্র জয়নাল মিয়া (২৪)।
পুলিশ সুত্রে জানা যায়,মাদক কারবারি মোঃ হাসান আলী ও জয়নাল মিয়া দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।
এ তথ্য পেয়ে বৃহস্পতিবার (৯ মার্চ)রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মোঃ হাসান আলীর চৌচালা টিনের বসতঘরে ক্রয় বিক্রয় করে হাতবদলের সময় তাদের হেফাজতে থাকা ২টি নীল রংয়ের বায়ুরোধক পলিথিনের প্যাকেটে থাকা ৫৫ (পঞ্চান্ন) পিছ গোলাপী রংয়ের এমফিটামিন সমৃদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসান আলী ও জয়নাল মিয়াকে আটক করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদেরকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে।।মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।
পঠিত : 92