বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি::বরিশালের বানারীপাড়ায় (বানারীপাড়া-উজিরপুর) বরিশাল-২ আসনের বিএনপির কর্নধর,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.সরফুদ্দীন আহমেদ সান্টুর আর্থিক সহায়তায় সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার বাকপুর ইউনিয়নের এ রব ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো: শাহ আলম মিঞা। ইফতার পূর্ব সময়ে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য বশির কাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো: রিয়াজ আহম্মেদ মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল, সিনিয়র যুগ্ম আহবায়ক আ: সালাম, উপজেলা যুবদলের আহবায়ক সুমন হাওলাদার, সদস্য সচিব মিজান ফকির, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মিরাজ মাষ্টার, ছাত্রদলের আহবায়ক রুবেল হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক রনি খান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব তোফায়েল আহমেদ তপন, সলিয়া বাকপুর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আজমল হাওলাদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।