মীর শোয়েব আহমদ, জৈন্তাপুর প্রতিনিধি::শনিবার রাতে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) থানার কনফারেন্স রুমে জৈন্তাপুর সীমান্তে চলমান চোরাচালান বিরোধী পুলিশের বিভিন্ন অভিযান সংক্রান্ত বিষয়ে সেপ্টেম্বর মাসের অগ্রগতি নিয়ে তিনি সাংবাদিকদের প্রেস ব্রিফিং করছেন।
এসময় উপস্থিত ছিলেন নবাগত অফিসার (তদন্ত) আল-আমিন ও সাব-ইন্সপক্টর শাহীদ মিয়া সহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
প্রেস-ব্রিফিং তিনি জানান, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ফোর্স সেপ্টেম্বর মাসে উপজেলার বিভিন্ন এলাকায় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় গরু-মহিষ চিনি, মোবাইল, মাদক, ঔষধ সহ নানা পন্য আটক করে।
যার বাজার মূল্য ৯৪ লাখ ৫৮ হাজার ৬ শত ৯৯ টাকা। এসব অভিযানে বিশেষ ক্ষমতা আইন সহ মাদক এবং অন্যান্য ঘটনায় ২০টি মামলা দায়ের করা হয়েছে।
উদ্বার ও জব্ধকৃত ভারতীয় চিনি ১৯ হাজার ৫ শত কেজি,গরু ৩১ টি,মহিষ ৩২ টি, চা-পাতা ৬ শত কেজি, মোবাইল ২৯৭ পিস, বিদেশী মদ-৩২ বোতল এবং ৬শত গ্রাম গাজা উদ্বার করা হয়েছে।
প্রেস ব্রিফিং মো: তাজুল ইসলাম (পিপিএম) সাংবাদিক নেতৃবৃন্দ সহ তিনি থানার সকল পুলিশ ফোর্স কর্মকর্তাগনের প্রতি ধন্যবাদ জানান। তিনি সীমান্তে চোরাচালান বিরোধী পুলিশের অভিযান অব্যাহত রাখা সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতীতের মত সাংবাদিক নেতৃবৃন্দ সহ জৈন্তাপুর উপজেলার সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।