দোয়ারাবাজার (সুনামগঞ্জ ) প্রতিনিধি::সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশার চাপায় ফাইজা আক্তার (৬) নামের একটি শিশু নিহত হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর ) সকাল ৯টায় উপজেলার শ্রীপুর পান্ডারগাও বাজার স্ট্যান্ডসংলগ্ন স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজা আক্তার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের গোপীনগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আব্দুল হান্নান টেইলারের কনিষ্ঠ মেয়ে।সে শ্রীপুর নতুনবাজার মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সুত্রে যানাযায়, সকালে মাদ্রাসায় যাওয়ার পথে
উপজেলার শ্রীপুর পান্ডারগাও বাজার স্ট্যান্ডসংলগ্ন স্থানে বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলার মঙ্গলপুর ডাউকের কাড়া গ্রামের মছদ্দর আলীর পুত্র তাজ আলী (১৬) অটোরিকশা চালক বলে জানা গেছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:বদরুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক অটোরিকশা ও চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পঠিত : 172