সিলেটপোস্ট ডেস্ক::দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও নিহত সকল নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বিয়ানীবাজারের একটি চাইনীজ রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল আন্দোলন সংগ্রামে কাজ করতে হবে। আমাদের প্রিয় নেতা বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এখনও ঐক্যবদ্ধ রয়েছে। যতদিন বেগম খালেদা জিয়া আছেন, যতদিন তারেক জিয়া রয়েছেন, যতদিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন ততদিন আমাদের দল পথ হারাতে পারে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বি এন পির সভাপতি মিজানুর রহমান রুমেল, দেলোয়ার হোসেন মুক্তা, আতাউর রহমান, অহিদ আহমদ তালুকদার, হারুন আহমাদ, মাহবুবুর রহমান চেয়ারম্যান, কবির আহমদ, ফয়সল উদ্দিন, গিয়াস উদ্দিন, সেলিম আহমদ, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, এনু মিয়া, সায়েক আহমদ চৌধুরী, ফয়েজ আহমেদ, জাকারিয়া আহমেদ, আবদুল গফুর, সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আহসান জামিল, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান আলমগীর, যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাসনাত জামিল, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমেদ চৌধুরী প্রমুখ।