সংবাদ শিরোনাম
নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১-আহত ৫  » «   নবীগঞ্জে আগুনে পুড়ে ১টি বসত ঘর ছাই! প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি  » «   সিলেটে হিটস্ট্রোকে শফিকুল ইসলাম নামে এক পথচারি মারা গেছেন  » «   সাংবাদিকের উপর হামলা: চেয়ারম্যান কারাগারে  » «   সিলেটে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ৮৮ শতাংশ  » «   সুনামগঞ্জের ডলুরায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন  » «   তিন দিনের সফরে সিলেট আসছেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী  » «   সিসিকের হোল্ডিং ট্যাক্স সাধারণ মানুষের উপর ‘মরার উপর খাড়ার ঘা’-সিলেট জেলা বিএনপির   » «   প্রেমের টানে চলে আসা দুই সন্তানের জননী খাসিয়া নারীকে ভারতে ফেরত  » «   সিলেটে বিএনপির আরো ১৫ নেতা-নেত্রী বহিস্কার  » «   হুট করেই ছুটি বাতিল করায় পক্ষে বিপক্ষে শনিবারের ক্লাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া।  » «   মহান মে দিবসে সিলেট সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালি  » «   উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জে রলাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের  » «   নগরের হাজারিবাগ এলাকার পেছনের মাঠ থেকে উত্তরপূর্ব পত্রিকার আমিতের মরদেহ উদ্ধার  » «   কাউন্সিলর রফিক ও রাসনা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় নাটক সাজাচ্ছেন-মেয়র মুহিবুর  » «  

জাতীয় সংসদের আগাম নির্বাচনের দাবী জানিয়েছে সিলটি পাঞ্চায়িত

সিলেটপোস্ট ডেস্ক::জাতীয় সংসদের আগাম নির্বাচনের দাবী জানিয়েছেন সিলটি পাঞ্চায়িত এর নেতৃবৃন্দ। সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন “সিলটি পাঞ্চায়িত”  এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজ রীহান জামান এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের জাতীয় সংসদকে আরো অর্থবহ করে তোলার লক্ষ্যে দেশে আগাম নির্বাচনের জোর দাবী জানিয়েছেন।

তারা বলেন, দেশ বিদেশের গণতান্ত্রিক বিশ^ বিগত ৭ জানুয়ারির প্রহসন এর নির্বাচনকে স্বীকৃতি দেয় নাই। যে নির্বাচনে ২% ভোটার ভোট দেন নাই। আগে যেখানে দেশ কে সিঙ্গাপুর, মালয়শিয়া তথা উন্নত বিশ্বের সাথে তুলনা করা হত, সেখানে এই ডামি নির্বাচনের পর এখন সেখানে দরিদ্র ও অগণতান্ত্রিক আফ্রিকার দেশ উগান্ডা, সোমালিয়া  ও এশিয়ার কম্বোডিয়ার সাথে তুলনা করা হয়।

নেতৃবৃন্দ আরো বলেন, দেশে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ না থাকলে গণতান্ত্রিক বিশ্ব তথা পশ্চিমা দেশ অগণতান্ত্রিক দেশের সাথে ব্যবসা বাণিজ্য কমিয়ে দেয়, সেই সাথে তাদের দেশের ব্যবসায়ীরা ব্যবসা তথা বিনিয়োগ কমিয়ে দেয়, যার ফলে ডলার সংকট সহ বৈদেশিক মুদ্রার দাম বেড়ে যাওয়া। যার ফলে বেশী টাকায় বিদেশে থেকে পণ্য আমদানী করতে হয়। মূল্যস্ফীতি হয় ও টাকার মান কমে যায়। বেশী দামে পণ্য আমদানি করায় বেশী দামে পণ্য বিক্রি করতে হয়। অথচ সাধারণ মানুষের বেতন বা আয়-রোজগার বাড়ে নাই। মানুষ নিত্যপণ্যের বেশী দামের কারণে ক্রয় করতে পারেন না। এত করে চুরি ডাকাতি বেড়ে যায়। সকল রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন না হলে জবাবদিহিতা থাকে না। সব ক্ষেত্রেই দুর্নীতি বেড়েই চলছে। গণতান্ত্রিক দেশ শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াচ্ছে। প্রতিবেশী দেশ নেপালের রিজার্ভ বাড়ছে। তাই দেশের স্বার্থে সাধারণ জনগণের কথা চিন্তা করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে আগাম নির্বাচন অপরিহার্য হয়ে পড়েছে। তবেই দেশ, জাতি ও সাধারণ মানুষ জিনিসপত্রের দাম সহ এই মহা সংকট থেকে মুক্তি পাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.