সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

কম খরচে জটিল সব চিকিৎসা করা যাবে জীবনজ্যোতি হাসপাতালে

সিলেটপোস্ট ডেস্ক::রোগীদের পরম মমতায় বরণ করে নেওয়া হবে ভারতে শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে। কোন রোগী সিলেট থেকে রওয়ানা দিতে চাইলে আগে থেকে যোগাযোগ করলে তাদের যাতায়াতের জন্য থাকবে গাড়ির সুব্যবস্থা। গাড়ির জন্য লাগবেনা কোন সার্ভিস চার্জ। জটিল কোন রোগী হলে থাকবে অ্যাম্ু্বলেন্স। নির্ভয়ে তুলনামুলক কম খরচে হাসপাতালে করতে পারেন জটিল সব চিকিৎসা। প্রায় ৫ হাজারের মত পরীক্ষা নীরিক্ষা করা হয় সেখানে। অত্যাধুনিক সবধরনের যন্ত্র আনা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সিলেট নগরীর জিন্দাবাজার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমনটাই জানান জীবনজ্যোতি হাসপাতালের পরিচালক স্বরুপ সিনহা।

তিনি জানান, তাদের হাসপাতালে রোগীদের জন্য সবধরনের ব্যবস্থা আছে। এছাড়া রোগীর স্বজনরা যাতে নিরাপদে সেখানে থাকতে পারেন সেজন্যও তাদের রয়েছে আলাদা ব্যবস্থা। কোন ফি ছাড়াই অ্যাপয়মেন্ট নিতে পারবেন। তাদের কোন মিডিয়াও নেই। জটিল নিউরো, কিডনিট্রান্স প্লান্টেশন, হৃদরোগ, সাজার্রি, শল্য চিকিৎসা, ন্ধ্যাত্ব, প্রোস্টেট ক্যানসার, নাক,  কান, গলাসহ সবধরনের চিকিৎসাকরা হয়। এছাড়া রয়েছেন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ।

সংবাদ সম্মেলনে জানানো হয়- জটিল বন্ধ্যাত্ব রোগের চিকিৎসার জন্য রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা দীর্ঘদিন এ বিষয়ে গবেষণা করে জটিল সব অপারেশন করে শত ভাগ সফলতাও পেয়েছেন। এছাড়া এই হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্টেশন ও হয়েছে সফলতার সঙ্গে। প্রোস্টেট সাজারি করা হয় লেজার অপারেশনের মাধ্যমে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক পার্থ প্রতীম দত্ত, রত্নদ্বীপবসু, সৌরভ দাস। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় সাংবাদিকরা মেডিকেল ভিসা নিয়ে যে জটিলতা সেটি দূর করার জন্য ভারতের নেতৃত্বাস্থানীয়দের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়ার আহবান জানান। যাতে সহজে মেডিকেল ভিসা মিলে সেজন্য তারা আলাপ আলোচনা করবেন বলেও আশ্বস্ত করেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.