সিলেটপেস্ট ডেস্ক::শ্যামল সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে তীব্র গরমে পথচারীদের মাঝে সুপেয় ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকালে শ্যামল সিলেট সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি ও গীতিকার লন্ডন প্রবাসী আব্দুছ ছালাম চৌধুরীর সার্বিক সহযোগিতায় নগরীর কীনব্রীজ এলাকায় এই সুপেয় ঠান্ডা পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শ্যামল সিলেট সাহিত্য পরিষদের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ-সভাপতি শাহ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার রিমা আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সি এম আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ জয়নুল আলম, কার্যনির্বাহী সদস্য সাজু আলী চৌধুরী, কবি ও সংগঠক লুৎফুর রহমান তারেক, ছড়াকার সাদির হোসাইন, ভোরের আঙিনা সাহিত্য ফোরামের ইউকে-এর সাধারণ সম্পাদক কবি শহীদুল ইসলাম লিটন, কবি রোকসানা বেগম, সাংবাদিক জিল্লুর রহমান প্রমূখ।
পথচারীদের মধ্যে পানি বিতরণের সময় অনুভূতি ব্যক্ত করেন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ আব্দুল গফফার এবং বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ লুদু মিয়া।