সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের মেয়ে মাইবম আইরিন লৈনা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত রবীন্দ্রসঙ্গীতে ‘গ’ বিভাগে জাতীয় পর্যায়ে ১ম স্হান অর্জন করেছে।
সোমবার (২০ মে) ঢাকার টিচার্স ট্রেনিং কলেজ এ প্রতিযোগিতা ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়।
নগরীর শিবগঞ্জ মণিপুরীপাড়া নিবাসী জয়মোহন সিংহ ও লৈমাতন দেবীর জ্যেষ্ঠ সন্তান মাইবম আইরিন লৈনা স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ, শাহী ঈদগাহ্ ক্যাম্পাসের একাদশ শ্রেনির শিক্ষার্থী ও সিলেট বেতারের শিল্পী। মাইবম লৈনা বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী প্রতীক এন্দের কাছে রবীন্দ্রসংগীতের তালিম নিচ্ছেন।
মাইবম আইরিন লৈনার এ সাফল্যে নেটিজেন এবং সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের বন্যা বইছে।