সংবাদ শিরোনাম
বড় ভাই জাকারিয়ার ক্যাচির আঘাতে ছোট ভাই রুবেলের আহমেদ মৃত্যু  » «   মধ্যরাতে বালুচর এলাকায় ভয়াবহ আগুন  » «   সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «  

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ৭৫তম “লামাবাজার উপশাখা”র উদ্বোধন

সিলেটপোস্ট ডেস্ক::আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ৭৫তম “লামাবাজার উপশাখা”র উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভিআইপি রোডের লামাবাজার পয়েন্টে এ উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লালদিঘীরপাড় শাখা সিলেটের এসএভিপি ও ম্যানেজার মো: ফারুক মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সিলেট জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মো: আবদুর রহিম দুয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সিলেট জেলার সাবেক পি.পি. এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন এডভোকেট, সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও বারাকা পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ চৌধুরী, লামাবাজর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মিহির রঞ্জন পাল।

ব্যাংকের লামাবাজার উপশাখার এফএভিপি ও ম্যানেজার মো: আখলাকুল মৌলা বাহারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লালদিঘীরপাড় শাখার প্রিন্সিপাল অফিসার মো: শামসুদ্দীন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের আম্বরখানা শাখার সিনিয়র এভিপি ও ম্যানেজার মো: কয়ছর খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, সিলকো টাওয়ার এর ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম হাসান, ব্যাংকের মৌলভীবাজার শাখার সিনিয়র এভিপি ও ম্যানেজার গৌছ উদ্দিন সিদ্দিকী, শাহজালাল উপশহর শাখার ম্যানেজার খাব্বাব চৌধুরী প্রমূখ। দোয়া পরিচালনা করেন জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সিলেট জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মো: আবদুর রহিম দুয়ারী বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের অধীন একটি তফসিলী ব্যাংক হিসেবে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। আগামী ২৭ সেপ্টেম্বর ব্যাংকটি ৩০ বছরে পদার্পন করতে যাচ্ছে। প্রতিষ্ঠাকাল থেকেই শরীয়াহ্ প্রতিপালনের ক্ষেত্রে উত্তম অবস্থানে রয়েছে এ ব্যাংক। এ ব্যাংক আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। তিনি আরো বলেন, এই ব্যাংক বর্তমানে দেশজুড়ে ১১০০ এর বেশি শাখা ও উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমানত, ডিপোজিট গ্রহণ ছাড়াও ব্যবসা বানিজ্যে বিনিয়োগ, লোন প্রদান ও জাতীয় স্বার্থে নানাবিধ ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। আগামীতেও এই ব্যাংক মানুষের কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ। তিনি লামাবাজার পয়েন্টের এ উপশাখার উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং অত্র এলাকার জনসাধারণকে ব্যাংকে বেশি করে লেনদেনের আহবান জানান।

পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ফিতা কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ৭৫তম “লামাবাজার উপশাখা”র উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকতা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.