সিলেটপোস্ট ডেস্ক::বিশিষ্ট সমাজেেসবী, শিক্ষানুরাগী ও মরহুম হাজী মোঃ মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপার্সন মোঃ সবুর হোসেনের পক্ষ থেকে বৃক্ষরোপন এবং গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপন ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
সুরমা মক্ত স্কাউট এর সভাপতি ইসমাঈল আলী বাচ্চুর সভাপতিত্বে ও মো. এমদাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের মোল্লারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সাহেদ আহমদ ও কামাল বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার সারো মিয়া। স্বাগত বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ।
সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকে দেশের টানে দীর্ঘদিন ধরে মোঃ সবুর হোসেন নীরবে-নিভৃতে সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সহযোগিতা এবং মাদ্রাসার বিল্ডিং রুম তৈরি করে দিয়েছেন। অসহায় গৃহহীনদের ঘর-বাড়ি তৈরি, রাস্তাঘাট তৈরি ও মেরামত, ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওয়াজ মাহফিলে দান, শিশুদের খেলার সামগ্রী প্রদানসহ বিভিন্ন সময়ে নানা সংগঠনকে সহযোগিতা করেছেন। এছাড়া বিগত ২০২২ ও ২০২৪ সালের বন্যা, করোনা মহামারীতে গরীব অসহায় মানুষের পাশে ছিলেন তিনি। আগামীতে তিনি দেশ ও জনগণের স্বার্থে বৃহৎ আকারে কাজ করবেন বলে আমারা আশাবাদ ব্যক্ত করি।
খাদ্যসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপনকালে এসময় উপস্থিত ছিলেন- সুহেল আহমদ, আবুল কালাম, নওসাদ আহমদ, মুহিবুর রহমান, রিপন আহমদ প্রমুখ।