সিলেট, ১১ ফেব্রুয়ারি: নগরীর বন্দরবাজার করিম উল্যাহ মার্কেটের সামনে ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা।। বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানায়- বুধবার সন্ধ্যায় আদালত থেকে প্রিজন ভ্যানে করে আসামিদেরকে কারাগারে নিয়ে যাওয়ার সময় করিম উল্যাহ মার্কেটের উপর থেকে কয়েকটি ককটেল ছোঁড়া হয়। তবে ককটেলগুলো প্রিজন ভ্যানে না লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি(মিডিয়া) রহমত উল্যাহ জানান, করিম উল্যাহ মার্কেটের উপর থেকে বেশ কয়েকটি ককটেল ছোঁড়া হয়। এ কারণে ওই এলাকায় আতংকের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।